শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

দলগতভাবে আমরা কোনো সংকটে নেই

---------আওয়ামী লীগ সম্পাদক পঙ্কজ কুণ্ডু

দলগতভাবে আমরা কোনো সংকটে নেই

দল সম্পর্কে মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু বলেছেন, আমাদের সাংগঠনিক কর্মকান্ড দীর্ঘদিন ধরেই খুব সুন্দরভাবে পরিচালিত হয়ে  আসছে। দলের মধ্যে কোনো দলাদলি নেই। যে কারণে দলগতভাবে আমরা কোনো রকম সংকটে নেই। তিনি আরও বলেন, আমাদের সংগঠন জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত। সম্প্রতি সময়ে প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে ইউনিটে কমিটি গঠন করেছি। শুধু জেলা কমিটির সম্মেলন বাকি রয়েছে। চলতি মাসেই জেলা কমিটির মেয়াদ শেষ হয়েছে। এ অবস্থায় কেন্দ্র থেকে সম্মেলনের তারিখ ঘোষণার অপেক্ষায় আছি। তিনি উল্লেখ করেন, আমরা দায়িত্বভার গ্রহণের পর থেকে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির জন্য কাজ শুরু করি। বর্তমানে যে কোনো জেলার তুলনায় সাংগঠনিকভাবে মাগুরা জেলা আওয়ামী লীগ ভালো অবস্থানে আছে। আমাদের জন্য একটি দুঃসংবাদ হলো, কয়েক দিন আগে জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। সে কারণে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। তবে আশা করছি, অচিরেই নেতৃত্বের এ শূন্যতা কাটিয়ে উঠতে পারব। এ ছাড়া আরেকটি সমস্যা আছে। সেটি হলো, কিছু হাইব্রিড লোকজন দলে অন্তর্ভুক্ত হয়েছে। তারা আধিপত্য বিস্তারের জন্য কিছু কিছু জায়গায় সমস্যার সৃষ্টি করছে। তারা তাদের পুরনো বন্ধু জামায়াত এবং বিএনপিকে সঙ্গে নিয়ে অন্তর্ঘাত চালানোর চেষ্টা করছে। তারা আওয়ামী লীগের প্রকৃত কর্মী, যাঁরা দুঃসময়ে দলের হাল ধরে ছিলেন- তাদেরকে টার্গেট করে সমস্যা সৃষ্টি করছে। পঙ্কজ কুন্ডু বলেন, এর পরেও আশা করি আগামীতে হাইব্রিডকে পরিত্যাগ করে সুন্দর একটি পরিবেশ তৈরি করতে পারব।

সর্বশেষ খবর