বন-বনানী ঘেরা পাহাড়ের উঁচু চূড়ায় অবস্থিত ‘নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন কেন্দ্র’। পর্যটন কেন্দ্রটি বান্দরবান জেলায় অবস্থিত। একেবারেই মিয়ানমারের পিঠ ঘেঁষেই অবস্থান। নাইক্ষ্যংছড়ি উপজেলা বান্দরবান জেলার অন্তর্গত হলেও জেলা সদর থেকে অনেকটাই দূর। দুর্গম পথ! বান্দরবান হয়ে ওখানে যাওয়া-আসা বেশ কঠিনতর। তবে কক্সবাজার থেকে কাছাকাছি; পথ সুগম। কক্সবাজার থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরত্ব নাইক্ষ্যংছড়ির। ১৯৯৪ সালে দুই পাহাড়ের মধ্যখানে কৃত্রিম হ্রদ খনন করে এ পর্যটন কেন্দ্র স্থাপন করা হয়েছে। হ্রদের জল বেশ স্বচ্ছ ও নীলাভ। প্রথম দর্শনেই যে কেউ মোহিত হয়ে পড়েন। জল এতটাই নীলাভ ও স্বচ্ছ যে মনে হতে পারে জলে কোনো ধরনের কেমিক্যাল মেশানো হয়েছে। পারতপক্ষে তা নয়, জল জালিয়াতির মতো ঘটনা ঘটেনি এখানে। প্রকৃতির লীলায় জল ভিন্নরূপ ধারণ করেছে। সে এক মনোমুগ্ধকর পরিবেশ নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন কেন্দ্রের। এককথায় দারুণ এক নৈসর্গিক স্থান এটি। আরেকটি আকর্ষণীয় বিষয় হচ্ছে গাছবাড়ি। প্রকৃতির সঙ্গে মিল রেখেই গাছবাড়িটি নির্মাণ করা হয়েছে। দ্বিগুণ জৌলুস বাড়িয়ে দিয়েছে পর্যটন কেন্দ্রের গাছবাড়িটি। পাহাড়ের উঁচুতে মোটাসোটা রেইনট্রি গাছের মাঝামাঝি ডালে বাড়িটি নির্মাণ করা হয়েছে। উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে টিন-কাঠ। প্রায় ২০ ফুট ওপরে গাছবাড়ির অবস্থান। বারান্দায় বসে খানিকটা বিশ্রাম নিলেই পর্যটকদের শরীর-মন ফুরফুরে হয়ে যায় নিমেষেই। ওখানে বসলেই সবুজ বনপাহাড়ের হাতছানিতে আরও মুগ্ধ হয়ে যান পর্যটকরা। হ্রদের বড় বড় রুই-কাতল মাছের দাপাদাপি নজরে পড়ে গাছবাড়ির বারান্দায় বসলেই। এ ছাড়াও নজর পড়ে ছায়ানিবিড় সবুজ গাছ-গাছালি ও রাবার গাছের সারি। নজরে পড়ে জলের ওপরের ঝুলন্ত সেতুটি, যা পর্যটন কেন্দ্রটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বলা যায়, মনোমুগ্ধকর সেই বনপাহাড়ের নজরকাড়া দৃশ্যে মোহিত না হয়ে পারবে না পর্যটকরা। উপবনের অদূরেই রয়েছে কুমিরের খামার, রয়েছে গয়ালের প্রজনন কেন্দ্র। সেসবও দেখার মতো। এক কথায় দারুণ এক নৈসর্গিক স্থান পাহাড়ি কন্যা নাইক্ষ্যংছড়ির উপবন পর্যটন কেন্দ্রটি। কেন্দ্রের চূড়ায় উঠলে উঁচু সব পাহাড়ের সারি নজরে পড়ে। নজরে পড়ে রাস্তার দুই ধারে রাবার গাছের সারিও। গাছ কেটে রস সংগ্রহ করছেন চাষিরা, সেই দৃশ্যও উপভোগ করার মতো। চমৎকার সেসব দৃশ্য পর্যটকদের জন্য বাড়তি পাওনা বলা যেতে পারে। এ ছাড়াও রাস্তার পাশে পাহাড়ি খরস্রোতা নদীর তীব্র স্রোতের পাশ কেটে গাড়ি হাঁকিয়ে চলার অনুভূতি ভীষণ শিহরণ জাগিয়ে তোলে। সমতলের রূপ ভিন্ন। রাস্তার দুইধারে ফসলের মাঠ; শেষ প্রান্তে সারিবদ্ধ পাহাড়, মাঝে মধ্যে দু-চারটা গাছও নজরে পড়ে। সে এক দারুণ অনুভূতির জন্ম নেয় নাইক্ষ্যংছড়ি দর্শনে।
শিরোনাম
                        - টগি ফান ওয়ার্ল্ডে ‘স্পুকট্যাকুলার সোয়রে ৪’ হ্যালোইন উৎসব
- জাতীয় নির্বাচন বানচাল করার জন্য একটি মহল কাজ করছে : মির্জা ফখরুল
- রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২৯
- বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি : এহসানুল হক মিলন
- যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি, সর্বনিম্ন শরণার্থী গ্রহণের সীমা ঘোষণা ট্রাম্পের
- ১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
- ট্রাম্পের পারমাণবিক পরীক্ষার নির্দেশ নিয়ে যা বলল ইরান
- যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয়েছে পাকিস্তান-আফগানিস্তান : তুরস্ক
- যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যশোরের বিএনপি নেতা নিহত
- নেত্রকোনায় ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ, নিহত দুই
- চাকরির শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক
- গুম-খুনের অভিযোগ : সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        