রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার বাড়ছেই

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

করোনার টিকা প্রদানের কার্যক্রম জোরদারের মধ্যেই ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। সে সংখ্যা ৫ হাজার ৭৭। একক কোনো দিনে অধিক আমেরিকানের মৃত্যুর রেকর্ড ছিল ১২ জানুয়ারিতে ৪ হাজার ৪৬৬। এদিন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২২ হাজার ৪৭৩। ২ জানুয়ারিতে এ সংখ্যা ছিল ৩ লাখ ২৮২। অর্থাৎ আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে কমতে শুরু করেছে। গত শুক্রবার অনুষ্ঠিত প্রেস ব্রিফিংকালে সিডিসি (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন)-এর পরিচালক ড. রচেলে ওয়ালেনস্কি জানান, ৮ জানুয়ারির তুলনায় ৩ ফেব্রুয়ারিতে আক্রান্তের পরিমাণ কমেছে ৬১ শতাংশ। একইভাবে জানুয়ারির ৫ তারিখে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হন। সে সংখ্যা ছিল ১৮ হাজার। ২ ফেব্রুয়ারি তা কমে ১ হাজার ৫০-এ নেমে এসেছে। এক্ষেত্রেও কমেছে ৪২ শতাংশ। এভাবেই করোনার তা ব দুর্বল হয়ে পড়ছে। টিকা প্রদানের কার্যক্রম পুরোদমে অব্যাহত থাকলে গ্রীষ্মের আগেই জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরবে বলে সিডিসির প্রত্যাশা।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫৭ হাজার ১৮৬। আক্রান্তের নিশ্চিত সংখ্যা ২ কোটি ৬৭ লাখ ৮১ হাজার ৪২০। এখন পর্যন্ত সাউদার্ন ক্যালিফোর্নিয়া এবং আরিজোনায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত রয়েছেন। এদিন পর্যন্ত সারা আমেরিকায় টিকা প্রদান করা হয়েছে ৩ কোটি ৫২ লাখ ৩ হাজার ৭১০ জনকে। সর্বত্র বিতরণ করা হয়েছে ৫ কোটি ১ লাখ টিকা।

সর্বশেষ খবর