শিক্ষা অফিসের ছাদে ৪৬ প্রজাতির দৃষ্টিনন্দন ফলের বাগান। শহরে বসবাসরত মানুষ তাদের ভবনের ছাদে স্বল্প পরিসরে ফল ও সবজি উৎপাদন করে প্রতিদিন বিষমুক্ত ফল-সবজি খেতে পারেন। এতে দেশে সবজি উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখবে, তেমনি নিজেদের চাহিদাও মিটবে। এ কাজকে উৎসাহিত করেছে চিরিরবন্দর উপজেলা শিক্ষা অফিসের ছাদের ফলের বাগান। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দ্বিতল ছাদে গড়ে তুলেছেন ছাদ কৃষি বাগান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম জি এম সরোয়ার হোসেন। শখের বসে নিজের কর্মস্থলেই প্রকৃতিকে ভালোবেসে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন এই ছাদ কৃষি। উপজেলা চত্বরের এই ছাদ বাগান কারও চোখ এড়িতে যেতে পারে না। ওই ছাদের টবে শোভা পাচ্ছে- কানাডিয়ান আঙ্গুর, নাগপুরি কমলা, ভুটানি আপেল, বারি-১ জাতের মাল্টা, আম, কামরাঙ্গা, আঙ্গুর, থাই আমড়া, সফেদা, কদবেল, থাইল্যান্ডের মিষ্টি তেঁতুল, বেদানা, চেরিফল, থাই সেভেন পেয়ারা, ডালিম, ড্রাগন, লটকন, পুদিনা, আপেল কুল, হাইব্রিড নারিকেল, সাদা এলাচ, আঙ্গুর, নাশপাতি, লেবুসহ ৪৬ প্রজাতির ফলের গাছ। কৃষি অফিস জানায়, শহরে বসবাসরত মানুষ তাদের ভবনের ছাদে স্বল্প পরিসরে ফল ও সবজি উৎপাদন করে প্রতিদিন বিষমুক্ত ফল-সবজি খেতে পারেন। নিজেদের চাহিদা মিটিয়ে বিক্রিও করতে পারবে। ছাদ কৃষিতে যে ধরনের সহযোগিতা লাগবে তা কৃষি বিভাগ দেবে। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মতিউর রহমান নিউটন জানান, ছাদের ওপরে সারিবদ্ধভাবে বড় ফুলের টবে মাটি ভরাট করে একটি করে ফলদ গাছ রয়েছে। চিরিরবন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম জি এম সারোয়ার হোসেন দীর্ঘদিন ধরে নিজস্ব অর্থায়ন এবং পরিচর্যায় এ ফলদ বাগান গড়ে তুলেছেন। অবসর সময়ে বাগানে সময় কাটান তিনি। এ কাজে তাকে সহযোগিতা করেন অফিসের সহকর্মীরা। ৩ বছর পূর্বে চিরিরবন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম জি এম সারোয়ার হোসেন উপজেলা কমপ্লেক্সে শিক্ষা অফিসের দ্বিতীয় তলায় ছাদে শখের বশে কৃষি বাগানটি গড়ে তুলেছেন। তিনি জানান, প্রথম দিকে মাল্টা, কমলা ও আমের চারা দিয়ে বাগান শুরু করেন। বছর শেষে বাগান থেকে মিষ্টি ও সুস্বাদু মাল্টা ও আম পেয়েছেন। পর্যায়ক্রমে তিনি কামরাঙা, ডালিম, সফেদা, লেবু, জলপাই, পেয়ারা, বরই, আমড়াসহ বিভিন্ন প্রজাতির ফলের গাছ রোপণ করেন। আসলে মনের আগ্রহ থেকেই এই বাগান। এই বাগানের একটি ফল পাড়তেই মনে কষ্ট লাগে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ