শিরোনাম
সোমবার, ২৪ মে, ২০২১ ০০:০০ টা

নাশকতার মামলায় বাবুনগরীর ব্যক্তিগত সহকারী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হাটহাজারীর ঘটনায় দায়ের হওয়া নাশকতার মামলায় আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনা’আমুল হাসান ফারুকীকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিত গতকাল এ আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন।

চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, ‘হাটহাজারীর নাশকতার ঘটনায় ইনা’আমুল হাসানকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।’ পুলিশ সুপার বলেন, ‘ইনা’আমুল হাটহাজারীর নাশকতার ঘটনার অন্যতম ইন্ধনদাতা হিসেবে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নেপথ্য হোতাদের বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’ গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তান্ডব চালানোর অভিযোগ রয়েছে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ওই সময় সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে চারজন প্রাণ হারান। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ইনা’আমুল হাসানকে গ্রেফতার করা হয়। তিনি হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী হত্যা মামলারও আসামি।

সর্বশেষ খবর