মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ভোগান্তি কমাতে দায়িত্বশীল আচরণ জরুরি

ডা. শহীদুল্লাহ সিকদার

ভোগান্তি কমাতে দায়িত্বশীল আচরণ জরুরি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেছেন, করোনা শনাক্তে পরীক্ষাগার বাড়াতে এবং দ্রুততম সময়ে রিপোর্ট দিতে সংশ্লিষ্টদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। কিন্তু এখনো টেস্ট খরচ, দেরিতে রিপোর্ট পাওয়া, ভুল রিপোর্ট পাওয়ায় ভোগান্তিতে পড়ছে মানুষ। করোনা মহামারী ঠেকাতে এসব বিষয়ে মনোযোগী হতে হবে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে সঠিক সময়ে রিপোর্ট পেতে অপেক্ষা করতে হচ্ছে। সরকারি হাসপাতালে রয়েছে মনোযোগের অভাব। আর বেসরকারি হাসপাতালে রয়েছে ব্যবসায়িক মনোভাব। তাদের দক্ষতা ও আগ্রহ নিয়ে কাজ করতে হবে। তাদের জন্য নতুন নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী কাজ করতে হবে। বিদেশগামী যাত্রীদের ভুল রিপোর্ট দেওয়ায় টিকিটের টাকা নষ্ট হয়েছে। রিপোর্ট ভুল দেওয়ায় অন্য দেশে সম্মান নষ্ট হয়েছে। সরকারি-বেসরকারি সব হাসপাতালকে দেশের সম্মান ধরে রাখতে দায়িত্ব পালনে মনোযোগী হতে হবে। সঠিকভাবে রোগ নির্ণয় হলে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে। পৃথিবীজুড়ে আরটি-পিসিআর টেস্ট সহজলভ্য হয়ে উঠেছে। এ সুযোগ আমাদেরও নিতে হবে। যত বেশি টেস্ট করাতে পারব রোগ নির্ণয়ে আমরা ততটাই সফল হব।

সর্বশেষ খবর