শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ডুবে যাওয়া ফেরি উদ্ধারে নামছে রুস্তম

রাজবাড়ী প্রতিনিধি

ডুবে যাওয়া ফেরি উদ্ধারে নামছে রুস্তম

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যানবাহন নিয়ে ডুবে যাওয়া ফেরি আমানত শাহর উদ্ধার অভিযান -বাংলাদেশ প্রতিদিন

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ৪১ বছরের ফিটনেসবিহীন ‘আমানত শাহ’ ফেরি ডুবে যাওয়ার পর সেটি উদ্ধারে নামতে যাচ্ছে ৬০ টন ক্ষমতাসম্পন্ন জাহাজ ‘রুস্তম’। এটি গতকালই মানিকগঞ্জে পৌঁছার কথা। জানা গেছে, আপাতত উদ্ধার অভিযানে আসছে না বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএর) উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। এ বিষয়ে গতকাল সকালে বাংলাদশে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএর) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক জানান, মানিকগঞ্জের পাটুরিয়াতে উদ্ধার অভিযানে ‘প্রত্যয়’ অংশ নেবে অনেক পরে। আপাতত ‘হামজার’ সঙ্গে ‘রুস্তম’উদ্ধারকাজ পরিচালনা করবে। উদ্ধাকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত ১০টি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাকি চারটি ট্রাক উদ্ধারে আমাদের ভরসা উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। তবে দুই এক দিনের মধ্যে পদ্মায় ডুবে যাওয়া সব ট্রাক উদ্ধার করা সম্ভব বলে জানান তিনি। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরও বলেন, বিআইডব্লিউটিএর ৪টি উদ্ধারকরী জাহাজ রয়েছে। এর মধ্যে হাজমা ও প্রত্যয় ৬০ টন ক্ষমতাসম্পন্ন এবং নির্ভীক ও প্রত্যয় ২৫০ টন ক্ষমতা সম্পন্ন। বাংলাদেশের নৌপথে ২৫০ টনের অধিক জাহাজ চলাচল করছে। কোনো কারণে লঞ্চ কিংবা ফেরি দুর্ঘটনার কবলে পড়লে সেগুলো উদ্ধার করার ক্ষমতাসম্পন্ন জাহাজ আমাদের নেই। তবে সরকার ফেরি ডুবির ঘটনায় আন্তরিকতার সঙ্গে কাজ করছেন বলে তিনি জানান।

পাটুরিয়ায় অপ্রীতিকর ঘটনা : মানিকগঞ্জ প্রতিনিধি জানান, পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় গতকাল তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলার সময় বেলা ১১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিআইডব্লিউটি-এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদিক। তিনি ঘাটে এসেই সাংবাদিকদের উদ্ধারস্থল থেকে চলে যেতে বলেন। পরবর্তীতে তিনি উপস্থিত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে উত্তেজিত হয়ে অসদাচরণ করেন। তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানান ঘাটে উপস্থিত গণমাধ্যম কর্মীরা। পরে বিআইডব্লিউটি-এর চেয়ারম্যান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের জানান, প্রায় সব যানবাহন তোলা হয়েছে। আর মাত্র ৪টি ট্রাক বাকি আছে। আশা করি আগামীকালের মধ্যে যানবাহনগুলো তোলার কাজ শেষ হবে।

সর্বশেষ খবর