মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

আদি বুড়িগঙ্গায় দ্বিতীয় দিনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

আদি বুড়িগঙ্গায় দ্বিতীয় দিনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

দ্বিতীয় দিনের মতো আদি বুড়িগঙ্গা দখল করে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও  বিআইডব্লিউটিএ। গতকাল দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচর মৌজার শহীদ নগর এলাকায় এ অভিযান চালানো হয়। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী আদি বুড়িগঙ্গা দখলমুক্ত করতে এ অভিযান চালানো হচ্ছে। আর স্থাপনার মালিকরা বলেছেন, কোনো ধরনের নোটিস ছাড়াই উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ। পাশাপাশি জমির বৈধ কাগজপত্র রয়েছে তাদের। তবে জেলা প্রশাসন বলছে, সি এস ম্যাপ অনুযায়ী বেড়িবাঁধ থেকে অন্তত ২০০ ফিট জমি দখল হয়েছে নানা সময়। গড়ে তোলা হয়েছে বহুতল ভবনসহ নানা স্থাপনা। এদিকে রবিবারের অভিযানে ছয় তলা ১টি এবং চার তলা তিনটি ভবনসহ ২৬টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় ভেঙে দেওয়া হয়েছে ভাড়া থাকা একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও। আর এতে দখলমুক্ত হয়েছে বুড়িগঙ্গার এক একর ভূমি।

 

সর্বশেষ খবর