সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
লঞ্চে অগ্নিকান্ডের এক মাস

এখনো খোঁজ মেলেনি ৩০ যাত্রীর

বরগুনা প্রতিনিধি

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনার গতকাল এক মাস পূর্ণ হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩০ যাত্রী। ২০২১ সালের ২৩ ডিসেম্বর রাত ৩টায় সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ অভিযান-১০ এ ভয়াবহ অগ্নিকান্ডে ৪১ জন ঘটনাস্থলে এবং সাতজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদের মধ্যে বরগুনা জেলার ২৪ জনের মৃত্যুদেহ শনাক্ত করার পরে জেলা প্রশাসন তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেন। অজ্ঞাত পরিচয় ২৪ জনের মৃতদেহ বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে পোটকাখালী গণকবরে সমাধিস্থ করা হয়। যাদের শনাক্ত করার জন্য সিআইডির ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করেছে। মৃত্যুবরণকারী ৪৮ জনের মধ্যে সর্বশেষ গত ১৮ জানুয়ারি ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরগুনা গগন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকা রানী (৪০)। তার স্বামী বঙ্কিম চন্দ্র মজুমদার এখনো চিকিৎসাধীন। বরগুনা জেলা প্রশাসন কন্টোলরুম সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ৩০ জনের নিখোঁজের তালিকা তারা পেয়েছেন। নিহতের ২১ পরিবারকে মৃতদেহ দাফন বাবদ জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া অন্য কোনো সহায়তা এসব পরিবার পায়নি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহায়তার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর