লালমনিরহাটের তিস্তা নদীতে ধরা পড়েছে রুপালি ইলিশ। প্রতি বছরই বর্ষাকালে দুয়েকটা ইলিশ ধরা পড়লেও এবার বর্ষা আসার আগেই জেলেদের জালে ইলিশ ধরা পড়ায় হাসি ফুটেছে জেলে পরিবারগুলোতে। গতকাল তিস্তা ব্যারাজের ভাটিতে জেলেদের জালে ইলিশ ধরা পড়ে। জেলেদের ধারণা তিস্তায় এ বছর প্রচুর ইলিশ রয়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে আরও ইলিশ ধরা পড়বে। হাতীবান্ধা দোয়ানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বলেন, তিস্তায় ইলিশ মাছ ধরা পড়ায় জেলেরা ভয়ে প্রথমে গোপন রাখেন। পরে ইলিশ মাছ ধরা পড়েছে এমন খবর পেয়ে এলাকার মানুষ মাছ কিনতে ভিড় করলে খবর ছড়িয়ে পড়ে। কিন্তু মাছ বিক্রি না করে জেলেরা বাড়িতে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, গতকাল সকালে একটি ইলিশ ধরা পড়ে। এর আগে সোমবার বিকালে জেলেদের জালে ধরা পড়ে দুটি ইলিশ মাছ। মাছগুলোর ওজন ৪০০-৫০০ গ্রাম। ৮০০ টাকা কেজি দরে দাম উঠলেও পুলিশের ভয়ে জেলেরা বিক্রি না করে বাড়িতে নিয়ে যায়। তিস্তা পাড়ের জেলেরা জানায়, শুষ্ক মৌসুমে কয়েক দফা তিস্তায় পানি থাকায় হয়তো যমুনা থেকে ইলিশ মাছ ভেসে এসেছে। প্রতি বছর তিস্তায় ইলিশ মাছ পাওয়া যায়। এভাবে ইলিশ পাওয়া গেলে আমাদের পরিবারসহ সবাই লাভবান হবে। গড্ডিমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আইনুল হক বলেন, ২০ বছর আগে তিস্তায় প্রায় সময়ই ইলিশ মাছ পাওয়া গেলেও মাঝখানে অনেক বছর পাওয়া যায়নি। হঠাৎ তিস্তায় ইলিশ পাওয়াতে জেলেরা অনেক খুশি। গত বছরও কয়েকটি ইলিশ ধরা পড়ে। আশা করা যাচ্ছে এ বছর তিস্তা থেকে বেশ ইলিশ পাওয়া যাবে। জেলে লাল মিয়া বলেন, আমাদের জালে দুটি ইলিশ ধরা পড়েছে। বাজারে দাম বেশি পেলেও বিক্রি না করে বাড়িতে নিয়ে এসেছি। সেই মাছ পরিবারসহ রান্না করে খাব। তবে এভাবে ইলিশ মাছ পাওয়া গেলে সাধারণ মানুষ অনেক কম দামে ইলিশ কিনতে পারবে। মৎস্য বিভাগ জানায়, এ বছর প্রায় সময়ই তিস্তায় পানি ছিল। এ ছাড়া যমুনা নদীতে ব্যাপক পানি থাকায় সেখান থেকে ইলিশ তিস্তায় এসেছে। তবে কি পরিমাণ ইলিশ তিস্তায় এসেছে সে বিষয়ে অনুসন্ধান চলছে।
শিরোনাম
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭
- আখাউড়ায় বিজয় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২