লালমনিরহাটের তিস্তা নদীতে ধরা পড়েছে রুপালি ইলিশ। প্রতি বছরই বর্ষাকালে দুয়েকটা ইলিশ ধরা পড়লেও এবার বর্ষা আসার আগেই জেলেদের জালে ইলিশ ধরা পড়ায় হাসি ফুটেছে জেলে পরিবারগুলোতে। গতকাল তিস্তা ব্যারাজের ভাটিতে জেলেদের জালে ইলিশ ধরা পড়ে। জেলেদের ধারণা তিস্তায় এ বছর প্রচুর ইলিশ রয়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে আরও ইলিশ ধরা পড়বে। হাতীবান্ধা দোয়ানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বলেন, তিস্তায় ইলিশ মাছ ধরা পড়ায় জেলেরা ভয়ে প্রথমে গোপন রাখেন। পরে ইলিশ মাছ ধরা পড়েছে এমন খবর পেয়ে এলাকার মানুষ মাছ কিনতে ভিড় করলে খবর ছড়িয়ে পড়ে। কিন্তু মাছ বিক্রি না করে জেলেরা বাড়িতে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, গতকাল সকালে একটি ইলিশ ধরা পড়ে। এর আগে সোমবার বিকালে জেলেদের জালে ধরা পড়ে দুটি ইলিশ মাছ। মাছগুলোর ওজন ৪০০-৫০০ গ্রাম। ৮০০ টাকা কেজি দরে দাম উঠলেও পুলিশের ভয়ে জেলেরা বিক্রি না করে বাড়িতে নিয়ে যায়। তিস্তা পাড়ের জেলেরা জানায়, শুষ্ক মৌসুমে কয়েক দফা তিস্তায় পানি থাকায় হয়তো যমুনা থেকে ইলিশ মাছ ভেসে এসেছে। প্রতি বছর তিস্তায় ইলিশ মাছ পাওয়া যায়। এভাবে ইলিশ পাওয়া গেলে আমাদের পরিবারসহ সবাই লাভবান হবে। গড্ডিমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আইনুল হক বলেন, ২০ বছর আগে তিস্তায় প্রায় সময়ই ইলিশ মাছ পাওয়া গেলেও মাঝখানে অনেক বছর পাওয়া যায়নি। হঠাৎ তিস্তায় ইলিশ পাওয়াতে জেলেরা অনেক খুশি। গত বছরও কয়েকটি ইলিশ ধরা পড়ে। আশা করা যাচ্ছে এ বছর তিস্তা থেকে বেশ ইলিশ পাওয়া যাবে। জেলে লাল মিয়া বলেন, আমাদের জালে দুটি ইলিশ ধরা পড়েছে। বাজারে দাম বেশি পেলেও বিক্রি না করে বাড়িতে নিয়ে এসেছি। সেই মাছ পরিবারসহ রান্না করে খাব। তবে এভাবে ইলিশ মাছ পাওয়া গেলে সাধারণ মানুষ অনেক কম দামে ইলিশ কিনতে পারবে। মৎস্য বিভাগ জানায়, এ বছর প্রায় সময়ই তিস্তায় পানি ছিল। এ ছাড়া যমুনা নদীতে ব্যাপক পানি থাকায় সেখান থেকে ইলিশ তিস্তায় এসেছে। তবে কি পরিমাণ ইলিশ তিস্তায় এসেছে সে বিষয়ে অনুসন্ধান চলছে।
শিরোনাম
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
জেলের জালে রুপালি ইলিশ
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর