লালমনিরহাটের তিস্তা নদীতে ধরা পড়েছে রুপালি ইলিশ। প্রতি বছরই বর্ষাকালে দুয়েকটা ইলিশ ধরা পড়লেও এবার বর্ষা আসার আগেই জেলেদের জালে ইলিশ ধরা পড়ায় হাসি ফুটেছে জেলে পরিবারগুলোতে। গতকাল তিস্তা ব্যারাজের ভাটিতে জেলেদের জালে ইলিশ ধরা পড়ে। জেলেদের ধারণা তিস্তায় এ বছর প্রচুর ইলিশ রয়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে আরও ইলিশ ধরা পড়বে। হাতীবান্ধা দোয়ানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বলেন, তিস্তায় ইলিশ মাছ ধরা পড়ায় জেলেরা ভয়ে প্রথমে গোপন রাখেন। পরে ইলিশ মাছ ধরা পড়েছে এমন খবর পেয়ে এলাকার মানুষ মাছ কিনতে ভিড় করলে খবর ছড়িয়ে পড়ে। কিন্তু মাছ বিক্রি না করে জেলেরা বাড়িতে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, গতকাল সকালে একটি ইলিশ ধরা পড়ে। এর আগে সোমবার বিকালে জেলেদের জালে ধরা পড়ে দুটি ইলিশ মাছ। মাছগুলোর ওজন ৪০০-৫০০ গ্রাম। ৮০০ টাকা কেজি দরে দাম উঠলেও পুলিশের ভয়ে জেলেরা বিক্রি না করে বাড়িতে নিয়ে যায়। তিস্তা পাড়ের জেলেরা জানায়, শুষ্ক মৌসুমে কয়েক দফা তিস্তায় পানি থাকায় হয়তো যমুনা থেকে ইলিশ মাছ ভেসে এসেছে। প্রতি বছর তিস্তায় ইলিশ মাছ পাওয়া যায়। এভাবে ইলিশ পাওয়া গেলে আমাদের পরিবারসহ সবাই লাভবান হবে। গড্ডিমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আইনুল হক বলেন, ২০ বছর আগে তিস্তায় প্রায় সময়ই ইলিশ মাছ পাওয়া গেলেও মাঝখানে অনেক বছর পাওয়া যায়নি। হঠাৎ তিস্তায় ইলিশ পাওয়াতে জেলেরা অনেক খুশি। গত বছরও কয়েকটি ইলিশ ধরা পড়ে। আশা করা যাচ্ছে এ বছর তিস্তা থেকে বেশ ইলিশ পাওয়া যাবে। জেলে লাল মিয়া বলেন, আমাদের জালে দুটি ইলিশ ধরা পড়েছে। বাজারে দাম বেশি পেলেও বিক্রি না করে বাড়িতে নিয়ে এসেছি। সেই মাছ পরিবারসহ রান্না করে খাব। তবে এভাবে ইলিশ মাছ পাওয়া গেলে সাধারণ মানুষ অনেক কম দামে ইলিশ কিনতে পারবে। মৎস্য বিভাগ জানায়, এ বছর প্রায় সময়ই তিস্তায় পানি ছিল। এ ছাড়া যমুনা নদীতে ব্যাপক পানি থাকায় সেখান থেকে ইলিশ তিস্তায় এসেছে। তবে কি পরিমাণ ইলিশ তিস্তায় এসেছে সে বিষয়ে অনুসন্ধান চলছে।
শিরোনাম
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
জেলের জালে রুপালি ইলিশ
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর