লালমনিরহাটের তিস্তা নদীতে ধরা পড়েছে রুপালি ইলিশ। প্রতি বছরই বর্ষাকালে দুয়েকটা ইলিশ ধরা পড়লেও এবার বর্ষা আসার আগেই জেলেদের জালে ইলিশ ধরা পড়ায় হাসি ফুটেছে জেলে পরিবারগুলোতে। গতকাল তিস্তা ব্যারাজের ভাটিতে জেলেদের জালে ইলিশ ধরা পড়ে। জেলেদের ধারণা তিস্তায় এ বছর প্রচুর ইলিশ রয়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে আরও ইলিশ ধরা পড়বে। হাতীবান্ধা দোয়ানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বলেন, তিস্তায় ইলিশ মাছ ধরা পড়ায় জেলেরা ভয়ে প্রথমে গোপন রাখেন। পরে ইলিশ মাছ ধরা পড়েছে এমন খবর পেয়ে এলাকার মানুষ মাছ কিনতে ভিড় করলে খবর ছড়িয়ে পড়ে। কিন্তু মাছ বিক্রি না করে জেলেরা বাড়িতে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, গতকাল সকালে একটি ইলিশ ধরা পড়ে। এর আগে সোমবার বিকালে জেলেদের জালে ধরা পড়ে দুটি ইলিশ মাছ। মাছগুলোর ওজন ৪০০-৫০০ গ্রাম। ৮০০ টাকা কেজি দরে দাম উঠলেও পুলিশের ভয়ে জেলেরা বিক্রি না করে বাড়িতে নিয়ে যায়। তিস্তা পাড়ের জেলেরা জানায়, শুষ্ক মৌসুমে কয়েক দফা তিস্তায় পানি থাকায় হয়তো যমুনা থেকে ইলিশ মাছ ভেসে এসেছে। প্রতি বছর তিস্তায় ইলিশ মাছ পাওয়া যায়। এভাবে ইলিশ পাওয়া গেলে আমাদের পরিবারসহ সবাই লাভবান হবে। গড্ডিমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আইনুল হক বলেন, ২০ বছর আগে তিস্তায় প্রায় সময়ই ইলিশ মাছ পাওয়া গেলেও মাঝখানে অনেক বছর পাওয়া যায়নি। হঠাৎ তিস্তায় ইলিশ পাওয়াতে জেলেরা অনেক খুশি। গত বছরও কয়েকটি ইলিশ ধরা পড়ে। আশা করা যাচ্ছে এ বছর তিস্তা থেকে বেশ ইলিশ পাওয়া যাবে। জেলে লাল মিয়া বলেন, আমাদের জালে দুটি ইলিশ ধরা পড়েছে। বাজারে দাম বেশি পেলেও বিক্রি না করে বাড়িতে নিয়ে এসেছি। সেই মাছ পরিবারসহ রান্না করে খাব। তবে এভাবে ইলিশ মাছ পাওয়া গেলে সাধারণ মানুষ অনেক কম দামে ইলিশ কিনতে পারবে। মৎস্য বিভাগ জানায়, এ বছর প্রায় সময়ই তিস্তায় পানি ছিল। এ ছাড়া যমুনা নদীতে ব্যাপক পানি থাকায় সেখান থেকে ইলিশ তিস্তায় এসেছে। তবে কি পরিমাণ ইলিশ তিস্তায় এসেছে সে বিষয়ে অনুসন্ধান চলছে।
শিরোনাম
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
জেলের জালে রুপালি ইলিশ
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর