লালমনিরহাটের তিস্তা নদীতে ধরা পড়েছে রুপালি ইলিশ। প্রতি বছরই বর্ষাকালে দুয়েকটা ইলিশ ধরা পড়লেও এবার বর্ষা আসার আগেই জেলেদের জালে ইলিশ ধরা পড়ায় হাসি ফুটেছে জেলে পরিবারগুলোতে। গতকাল তিস্তা ব্যারাজের ভাটিতে জেলেদের জালে ইলিশ ধরা পড়ে। জেলেদের ধারণা তিস্তায় এ বছর প্রচুর ইলিশ রয়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে আরও ইলিশ ধরা পড়বে। হাতীবান্ধা দোয়ানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বলেন, তিস্তায় ইলিশ মাছ ধরা পড়ায় জেলেরা ভয়ে প্রথমে গোপন রাখেন। পরে ইলিশ মাছ ধরা পড়েছে এমন খবর পেয়ে এলাকার মানুষ মাছ কিনতে ভিড় করলে খবর ছড়িয়ে পড়ে। কিন্তু মাছ বিক্রি না করে জেলেরা বাড়িতে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, গতকাল সকালে একটি ইলিশ ধরা পড়ে। এর আগে সোমবার বিকালে জেলেদের জালে ধরা পড়ে দুটি ইলিশ মাছ। মাছগুলোর ওজন ৪০০-৫০০ গ্রাম। ৮০০ টাকা কেজি দরে দাম উঠলেও পুলিশের ভয়ে জেলেরা বিক্রি না করে বাড়িতে নিয়ে যায়। তিস্তা পাড়ের জেলেরা জানায়, শুষ্ক মৌসুমে কয়েক দফা তিস্তায় পানি থাকায় হয়তো যমুনা থেকে ইলিশ মাছ ভেসে এসেছে। প্রতি বছর তিস্তায় ইলিশ মাছ পাওয়া যায়। এভাবে ইলিশ পাওয়া গেলে আমাদের পরিবারসহ সবাই লাভবান হবে। গড্ডিমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আইনুল হক বলেন, ২০ বছর আগে তিস্তায় প্রায় সময়ই ইলিশ মাছ পাওয়া গেলেও মাঝখানে অনেক বছর পাওয়া যায়নি। হঠাৎ তিস্তায় ইলিশ পাওয়াতে জেলেরা অনেক খুশি। গত বছরও কয়েকটি ইলিশ ধরা পড়ে। আশা করা যাচ্ছে এ বছর তিস্তা থেকে বেশ ইলিশ পাওয়া যাবে। জেলে লাল মিয়া বলেন, আমাদের জালে দুটি ইলিশ ধরা পড়েছে। বাজারে দাম বেশি পেলেও বিক্রি না করে বাড়িতে নিয়ে এসেছি। সেই মাছ পরিবারসহ রান্না করে খাব। তবে এভাবে ইলিশ মাছ পাওয়া গেলে সাধারণ মানুষ অনেক কম দামে ইলিশ কিনতে পারবে। মৎস্য বিভাগ জানায়, এ বছর প্রায় সময়ই তিস্তায় পানি ছিল। এ ছাড়া যমুনা নদীতে ব্যাপক পানি থাকায় সেখান থেকে ইলিশ তিস্তায় এসেছে। তবে কি পরিমাণ ইলিশ তিস্তায় এসেছে সে বিষয়ে অনুসন্ধান চলছে।
শিরোনাম
- কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১২৪ অভিবাসী
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
জেলের জালে রুপালি ইলিশ
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর