রবিবার, ১২ জুন, ২০২২ ০০:০০ টা

ছাদবাগানে ২৫০ ধরনের ফল

দিনাজপুর প্রতিনিধি

ছাদবাগানে ২৫০ ধরনের ফল

বাড়ির ছাদের যেদিকে চোখ যায় শুধু গাছ আর গাছ। দৃষ্টিনন্দন ছাদবাগান তো নয়, যেন প্রকৃতির এক টুকরো ভালোবাসা। ছাদবাগানে দেশি-বিদেশি ২৫০ প্রজাতির ফলের সমারোহ। যে কেউ দেখলে মনে যেমন প্রশান্তি পাবেন তেমনি চোখ জুড়িয়ে যাবে। ছাদই যেন প্রকৃতির মেলা।

এ অভিপ্রায়ে ছাদে দৃষ্টিনন্দন ২৫০ প্রজাতির ফলের বাগান গড়ে তুলেছেন দিনাজপুর শহরের ফকিরপাড়ার নতুনপাড়ার শিক্ষা কর্মকর্তা মো. মনজুরুল হক মঞ্জু। বর্তমানে তিনি জেলার খানসামা উপজেলায় কর্মরত। শখের বশে প্রকৃতিকে ভালোবেসে গড়েছেন এই ছাদ ফলের বাগান। প্রত্যেকটা গাছ সংগ্রহে রয়েছে ত্যাগ, কষ্ট আর শ্রম। বাগানে কী নেই। তাকালেই ছাদের টবে শোভা পাচ্ছে আন্না আপেল, পিনাট বাটার, মালবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, কামরাঙা, লোকট, সোলাপরি আনার, ভাগোয়া আনার, বেদানা, করমচা, অস্ট্রেলিয়া করমচা, আলু ভোখারা, জামরুল, গোলাপ জাম, কালো জাম, সাদা জাম, এগফ্রুট, ক্যাটস আই ফ্রুট, অস্ট্রেলিয়ান বিচচেরি, জামাই ক্যানবেরি, থাই পেয়ারা, ভেরিকেটেড পেয়ারা, থাই মাধুরী পেয়ারা, ব্রাজিলিয়ান স্ট্রবেরি পেয়ারা, কালা আঙ্গুর, সাদা আঙ্গুর, ত্বিন, জয়তুন, কিইজিআই আম, গৌরমতী, বারি-৪ আম, থাই জাম্বুরা, বারি-১ মাল্টা, ওয়াশিংটন নেভাল মাল্টা, ব্লাড অরেঞ্জ মাল্টা, থাই মাল্টা, দার্জিলিং কমলা, ছাতক কমলা, নাগপুরি কমলা, পাকিস্তান কমলা, লাল ড্রাগন, গোলাপি-সাদা-হলুদ-ব্ল্যাক ড্রাগন, বিলম্বি, ভুটানি কমলা, বারি-১ কমলা, কিউই ফল, সফেদা, বল সুন্দরী কুল, শরিফা আতা, থাই পিচ ফল, থাই কদবেল, বেলিবেল, ট্যাংক ফল, ননী ফল, কাঁঠাল, আমলকী, পানিয়া ফলসহ ২৫০ প্রজাতির ফল। মো. মনজুরুল হক জানান, শহরে বসবাস করা মানুষ তাদের ভবনের ছাদে স্বল্প পরিসরে ফল ও সবজি উৎপাদন করে প্রতিদিন খেতে পারেন। এতে অতিথি আপ্যায়নসহ নিজেদের চাহিদা মিটবে পাশাপাশি বিক্রিও যে কেউ করতে পারবেন। মানুষের জীবনে প্রশান্তি ও বেঁচে থাকার প্রেরণা জোগায় এই প্রকৃতি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর