সোমবার, ১৩ জুন, ২০২২ ০০:০০ টা

ডাকাতি ধর্ষণের ভয়ংকর চক্র

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ায় ও গোপালগঞ্জের কাশিয়ানীতে সম্প্রতি দুটি বাসে ডাকাতি হয়। ওই দুটিসহ বিভিন্ন সময়ে দূরপাল্লার বাসে ডাকাতির সঙ্গে জড়িত আন্তজেলা ডাকাতচক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- ডাকাতচক্রের সরদার হীরা শেখ ওরফে কালাম শেখ ওরফে সোলেমান শেখ, হাসান মোল্লা ওরফে ইশারত মোল্লা, আরিফ প্রামাণিক ওরফে আরিফ হোসেন, নুর ইসলাম, রাজু শেখ ওরফে রাজ্জাক, রেজাউল সরকার, মো. রতন, শরিফুল ইসলাম, মো. হানিফ ও নজরুল ইসলাম। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, ৮টি দেশি অস্ত্র, শ্যামলী এনআর ট্রাভেলসের চারটি টিকিট ও তিনটি ব্যাগ উদ্ধার করা হয়। শনিবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় ঢাকার আশুলিয়া এলাকা থেকে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৮ এর একটি দল তাদের গ্রেফতার করে। গতকাল সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। গ্রেফতার ডাকাত চক্রটি গত দেড় বছরে যাত্রীবেশে মহাসড়কে ১৫টির বেশি বাসে ডাকাতি করেছে। এ ছাড়া ঢাকা-দিনাজপুরগামী একটি বাসে ডাকাতির সময় ধর্ষণও করে তারা। চক্রের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কারাগারে গিয়ে তারা জামিন নিয়ে এসে আবারও ডাকাতির কাজে জড়ায়। ডাকাতির কৌশল বর্ণনা করতে গিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ডাকাতির জন্য তারা ঢাকা থেকে দেশের বিভিন্ন দূরপাল্লার আন্তজেলা বাস টার্গেট করে। এক্ষেত্রে চক্রটির কয়েক সদস্য আগেই নির্দিষ্ট বাসের কাউন্টার থেকে টিকিট কিনে বাসে ওঠে। অন্য সদস্যরা পরে বিভিন্ন কাউন্টার থেকে টার্গেট করা বাসে ওঠে। এ ছাড়া যেসব দূরপাল্লার বাস কাউন্টার ছাড়া যাত্রী উঠায় তারা এসব বাসকে প্রাধান্য দিয়ে ডাকাতি করত। সাধারণত তারা মহাসড়কের নির্জন এলাকা বাস ডাকাতির জন্য বেছে নেয়। ডাকাতি করার পর তারা আবার আশুলিয়ায় ফিরে আসে। এ ছাড়া বিভিন্ন সময় তারা বাড়িঘরে ডাকাতি করত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রটি ঢাকা-সিলেট মহাসড়কের শ্যামলী পরিবহন, মামুন ট্রাভেলস, ঢাকা-রাজশাহী মহাসড়কের ন্যাশনাল ট্রাভেলস ও একতা ট্রাভেলসে ডাকাতি করেছে বলে স্বীকার করেছে। চট্টগ্রাম-সিলেট মহাসড়কে সৌদিয়া বাসে ডাকাতির সময় তারা চালক ও হেলপারের পেটে ছুরিকাঘাতও করেছিল। তারা ঢাকা-রাজশাহীগামী একটি বাসে ডাকাতির পরিকল্পনা করছিল। চক্রের সদস্য প্রায় ১৫ জন। সরদার হীরা ও তার সহযোগী হাসান মোল্লাই মূল পরিকল্পনাকারী। দলটি দীর্ঘদিন ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলার যাত্রীবাহী বাসে উঠে ডাকাতি করে আসছিল।

সর্বশেষ খবর