রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

কালিয়ায় ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া হনুমান

নড়াইল প্রতিনিধি

কালিয়ায় ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া হনুমান

নড়াইলের কালিয়া উপজেলার লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দলছুট দুটি মুখপোড়া বা কালোমুখো হনুমান। কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় এদের দেখা মিলছে। আর কৌতূহলী মানুষ এদের দেখতে ভিড় জমাচ্ছেন। স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরে চাঁচুড়ী ও পুরুলিয়া এলাকায় ঘুরে বেড়াচ্ছে বড় আকারের মুখপোড়া হনুমান দম্পতি। গতকাল সকালে পুরুলিয়া গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা জোনায়েদ হোসেনের বাড়ির বাগানে এদের মধ্যে একটি হনুমান ঢুকে পড়ে। খাবারের জন্য এটি বিরক্ত করলে তিনি হনুমানটিকে খাবার এনে দেন। জানায়েদ হোসেন বলেন, ‘এলাকায় দুটি মুখপোড়া হনুমানকে প্রায়ই দেখা যাচ্ছে। স্থানীয় লোকজনের দেওয়া খাবার খেতে মূলত এরা আসে। আমার বাড়ির বাগানেও হঠাৎ ওই হনুমানের একটি হাজির হয়। এরপর এদিক সেদিন ছোটাছুটি করে বিরক্ত করছিল। খাবার এনে দিলে এটি শান্ত হয়।’

জানা গেছে, হনুমান দুটি কখনো গাছের মগডালে, কখনো হাট-বাজারের মধ্যে বা বাড়ির ছাদে এসে হাজির হচ্ছে। আবার কখনো গাছে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছে। কারও কোনো ক্ষতি না করলেও ছোট ছোট ছেলে-মেয়েরা এদের দেখে ঢিল মারছে, লাঠি নিয়ে তাড়া করছে। ফলে হনুমান দুটি অস্থিরতায় ভুগছে। ধারণা করা হচ্ছে, পর্যাপ্ত খাবার না পেয়ে অনেকটা দুর্বল হয়ে পড়েছে প্রাণী দুটি। যে কারণে যশোরের কেশবপুর এলাকা থেকে দলছুট হয়ে হনুমান দুটি এখানে চলে এসেছে। উৎসুক মানুষ এদের কলা, পাউরুটি, বিস্কুটসহ নানান খাবার খেতে দিচ্ছেন। খাবার পেলেই শান্তভাব লক্ষ্য করা যাচ্ছে প্রাণী দুটির মধ্যে। এখন পর্যন্ত কারও কোনো ক্ষতি করেনি এরা। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, ‘দলছুট হয়ে লোকালয়ে আসা হনুমানকে এলাকাবাসী যেন কোনো ক্ষতি বা বিরক্ত না করেন, সে বিষয়ে সবার সচেতনতা দরকার। এলাকার মানুষের কাছে অনুরোধ- তারা যেন হনুমান দুটিকে উত্ত্যক্ত না করেন। এ বিষয়ে খোঁজখবর রাখার জন্য বন বিভাগকে অবহিত করা হবে।’

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মতিউর রহমান বলেন, ‘হনুমান দলবদ্ধ হয়ে বসবাস করে। যশোরের কেশবপুর এলাকায় মুখপোড়া বা কালোমুখো দেখা যায়। এরা বৃক্ষচারী শান্তিপ্রিয় প্রাণী। মূলত গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে বলে এদের পাতা বানরও বলা হয়। বনভূমি হ্রাস পাওয়ায় এরা অস্তিত্বের সংকটে পড়েছে। বাংলাদেশে এরা বিপন্ন। পাশাপাশি দলছুট হয়ে পড়ায় এদের বংশবৃদ্ধিও হ্রাস পাচ্ছে।’

সর্বশেষ খবর