রাজধানীর গুলশান-১ ডিসিসি মার্কেটের গলিতে টাকার লেনদেনকে কেন্দ্র করে চার রাউন্ড গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। তারা হলেন- আব্দুল ওয়াহিদ মিন্টু ও আরিফ। গতকাল বিকাল ৪টার দিকে গুলশান-১ ডিসিসি মার্কেট ও গ্লোরিয়া জিন্স কফিসের মধ্যকার গলিতে গুলির ঘটনা ঘটে। ডিএমপির গুলশান থানার পরিদর্শক (অপারেশনস) মো. মোরশেদ আলম জানায়, মিণ্টু নামে এক ব্যক্তি গুলি করেন। এ ঘটনায় একজন পথচারী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। গুলির ঘটনায় মিণ্টু ও আরিফ নামে দুজনকে আটক করা হয়েছে। মিণ্টুুর আগ্নেয়াস্ত্রের বৈধতা যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, টাকার লেনদেনকে কেন্দ্র করে এ গুলির ঘটনা ঘটে। গ্লোরিয়া জিন্স কফিস কর্তৃপক্ষ বলছে, বিকাল ৪টা ৫ মিনিটে গুলশান-১, ডিসিসি মার্কেট পাশর্^বর্তী গলিতে দুটি গ্রুপের মারামারি হয়। এ সময় গুলিবিদ্ধ এক ব্যক্তি ও তার সঙ্গে অস্ত্রধারী আরেক ব্যক্তি গ্লোরিয়া জিন্স কফিসের গাড়ি পার্কিং এলাকায় প্রবেশ করে। দ্রুত ঘটনাটি পুলিশকে জানানো হয়। পুলিশ গুলিবিদ্ধ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং অস্ত্রধারী ব্যক্তিকে আটক করে। প্রত্যক্ষদর্শী একটি গ্রুপ বলছে, বিকাশের প্রতারক চক্রকে কেন্দ্র করে এ ঘটনা। ওই প্রতারক গুলশান মার্কেটের ব্যবসায়ী। সেচ্ছাসেবক লীগের গুলশানের সভাপতি হুমায়ূন কবির এবং ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ মিন্টু ওই প্রতারককে গুলশান মার্কেটে পেয়ে মারধর করেন। এ সময় ওই মার্কেটের সব ব্যবসায়ী-কর্মচারীরা মিলে ওই দুই নেতাকে বেধড়ক মারধর করতে থাকে। পরে জীবন বাঁচাতে সহ-সভাপতি মিন্টু লাইসেন্স করা পিস্তল দিয়ে চার রাউন্ড ফাঁকা গুলি করেন। দুইরাউন্ড ফাঁকা আর দুইরাউন্ড গুলি টাইলসের মেঝেতে করেন। গুলিতে তিনি নিজেও আহত হন। মেঝের টাইলসে গুলি স্লিপ কেটে এক পথচারীর পায়ে বিদ্ধ হয়। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মিন্টু রাজনীতির পাশাপাশি একজন বড়মাপের ঠিকাদারও। প্রত্যক্ষদর্শী আরেকটি গ্রুপ বলছে, টেন্ডার নিয়ে বিরোধের জের ধরে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন পথচারী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শী শেখ জামাল জানান, গুলশান-১ এর জব্বার টাওয়ারে বিপরীতে গোলাগুলির ঘটনা ঘটে। একজন ব্যক্তি গুলি করতে করতে প্রাইভেটকারে উঠে চলে যায়। এ ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ দিকবিদিক ছুটাছুটি করতে থাকে।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
গুলশানে গুলিতে আহত ১, আটক ২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর