রাজধানীর গুলশান-১ ডিসিসি মার্কেটের গলিতে টাকার লেনদেনকে কেন্দ্র করে চার রাউন্ড গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। তারা হলেন- আব্দুল ওয়াহিদ মিন্টু ও আরিফ। গতকাল বিকাল ৪টার দিকে গুলশান-১ ডিসিসি মার্কেট ও গ্লোরিয়া জিন্স কফিসের মধ্যকার গলিতে গুলির ঘটনা ঘটে। ডিএমপির গুলশান থানার পরিদর্শক (অপারেশনস) মো. মোরশেদ আলম জানায়, মিণ্টু নামে এক ব্যক্তি গুলি করেন। এ ঘটনায় একজন পথচারী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। গুলির ঘটনায় মিণ্টু ও আরিফ নামে দুজনকে আটক করা হয়েছে। মিণ্টুুর আগ্নেয়াস্ত্রের বৈধতা যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, টাকার লেনদেনকে কেন্দ্র করে এ গুলির ঘটনা ঘটে। গ্লোরিয়া জিন্স কফিস কর্তৃপক্ষ বলছে, বিকাল ৪টা ৫ মিনিটে গুলশান-১, ডিসিসি মার্কেট পাশর্^বর্তী গলিতে দুটি গ্রুপের মারামারি হয়। এ সময় গুলিবিদ্ধ এক ব্যক্তি ও তার সঙ্গে অস্ত্রধারী আরেক ব্যক্তি গ্লোরিয়া জিন্স কফিসের গাড়ি পার্কিং এলাকায় প্রবেশ করে। দ্রুত ঘটনাটি পুলিশকে জানানো হয়। পুলিশ গুলিবিদ্ধ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং অস্ত্রধারী ব্যক্তিকে আটক করে। প্রত্যক্ষদর্শী একটি গ্রুপ বলছে, বিকাশের প্রতারক চক্রকে কেন্দ্র করে এ ঘটনা। ওই প্রতারক গুলশান মার্কেটের ব্যবসায়ী। সেচ্ছাসেবক লীগের গুলশানের সভাপতি হুমায়ূন কবির এবং ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ মিন্টু ওই প্রতারককে গুলশান মার্কেটে পেয়ে মারধর করেন। এ সময় ওই মার্কেটের সব ব্যবসায়ী-কর্মচারীরা মিলে ওই দুই নেতাকে বেধড়ক মারধর করতে থাকে। পরে জীবন বাঁচাতে সহ-সভাপতি মিন্টু লাইসেন্স করা পিস্তল দিয়ে চার রাউন্ড ফাঁকা গুলি করেন। দুইরাউন্ড ফাঁকা আর দুইরাউন্ড গুলি টাইলসের মেঝেতে করেন। গুলিতে তিনি নিজেও আহত হন। মেঝের টাইলসে গুলি স্লিপ কেটে এক পথচারীর পায়ে বিদ্ধ হয়। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মিন্টু রাজনীতির পাশাপাশি একজন বড়মাপের ঠিকাদারও। প্রত্যক্ষদর্শী আরেকটি গ্রুপ বলছে, টেন্ডার নিয়ে বিরোধের জের ধরে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন পথচারী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শী শেখ জামাল জানান, গুলশান-১ এর জব্বার টাওয়ারে বিপরীতে গোলাগুলির ঘটনা ঘটে। একজন ব্যক্তি গুলি করতে করতে প্রাইভেটকারে উঠে চলে যায়। এ ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ দিকবিদিক ছুটাছুটি করতে থাকে।
শিরোনাম
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
গুলশানে গুলিতে আহত ১, আটক ২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর