পাবনা সদর উপজেলার গয়েশপুরে ভাতিজার হামলায় আহত মাদরাসা শিক্ষক মাওলানা সাদেক আলী প্রামাণিক (৬০) মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাতিজা রবিউল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সাদেক আলী গয়েশপুর ইউনিয়নের রথখোলা গ্রামের তোরাব আলী প্রামাণিকের ছেলে ও পাবনার পুষ্পপাড়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি গয়েশপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির। পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, অভিযুক্ত রবিউল মানসিক বিকারগ্রস্ত। তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না তা তদন্তের পর জানা যাবে। ওসি আরও বলেন, বুধবার বাড়ির সামনে বসেছিলেন রবিউল। সাদেক আলী তার সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে তাকে কুপিয়ে গুরুতর জখম করে রবিউল। সাদেক আলীকে প্রথমে পাবনা সদর হাসপাতালে ও পরে রাজশাহীতে স্থানান্তর করা হয়।