শুক্রবার, ২৬ মে, ২০২৩ ০০:০০ টা

জাতীয় গ্রিডের টাওয়ারে যুবক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া তিতাস ব্রিজের উত্তর-দক্ষিণে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইন প্রবাহিত হয়েছে। কৃষিজমিতে গ্রিডের টাওয়ারটির উচ্চতা প্রায় ১৭০ ফুট। এ লাইন দিয়ে সঞ্চালিত হয় ১ লাখ ৩০ হাজার ভোল্টের বিদ্যুৎ। সেই টাওয়ারের ওপরে ৩০-৩২ বছরের এক যুবক বসে জিকির করছেন। মাঝেমধ্যেই এপাশ থেকে ওপাশে যান। আতঙ্ক নিয়ে নিচ থেকে সেই দৃশ্য দেখছে উৎসুক জনতা। চিৎকার করে লোকজন তাকে নেমে আসার অনুরোধ করছে। কিন্তু সেই যুবকের কোনো ভ্রুক্ষেপ নেই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী ঘটনাস্থলে হ্যান্ডমাইকে তাকে নেমে আসতে বলেন। প্রায় ৩ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মী হ্যান্ডমাইকে আজান বাজানোর পর সেই যুবক টাওয়ার থেকে নেমে আসেন। গতকাল সকালে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত যুবক নিজেকে নাসির উদ্দিন বলে পরিচয় দেন।

তিনি নোয়াখালীর সেনবাগের ইয়ারপুর গ্রামের সিরাজ বাবুর্চির ছেলে। যুবকের হাতে এবং পেটে ব্লেডের কাটা দাগ রয়েছে। তার পরনে ছিল গোলাপি রঙের পায়জামা পাঞ্জাবি। ঘটনার প্রত্যক্ষদর্শী রুবায়েত বলেন, ‘আমি ৯টার দিকে খবর পেয়ে এসে দেখি একজন বিদ্যুতের উঁচু টাওয়ারের ওপর বসে জোরে জোরে আল্লাহু আল্লাহু করছেন। কখনো জিকিরের ধ্বনি করছেন। সবাই তাকে নেমে আসার অনুরোধ জানালেও তিনি নামেননি।’ তবে নাসির উদ্দিন বলেন, ‘জি¦নে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে গাছে ওঠায়, টাওয়ারে ওঠায়। পানিতে চুবায়। রক্ত খায় মারে, কষ্ট দেয়। আজান দিলে ছেড়ে দেয়। এইডির লাইগা আমি নিজেও শান্তি পাই না। প্রশাসনও শান্তি পায় না।’ আখাউড়া উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুনিম সারোয়ার বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি এক যুবক ভোরে বিদ্যুতের টাওয়ারের ওপরে উঠে বসে আছে। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মী নাজমুল হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে টাওয়ার থেকে নেমে আসতে বলে। বেলা ১১টার দিকে মোবাইল থেকে হ্যান্ডমাইকে আজান বাজালে সে টাওয়ার থেকে নেমে আসে। তিনি আরও বলেন, এর আগের দিন বিকালেও ওই যুবক টাওয়ারে উঠেছিল। আমরা তাকে নামিয়ে এনেছি। ২০ দিন আগেও জেলার সদর উপজেলার বরিশাল এলাকায় বিদ্যুতের টাওয়ারে উঠেছিল সে। তার মানসিক সমস্যা রয়েছে বলে মনে হয়।

সর্বশেষ খবর