বিদেশি ঋণের টাকায় মেগা প্রকল্পসমূহে মেগা লুটপাটের অভিযোগ তুলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃবৃন্দ বলেছেন, দেশ থেকে লাখো কোটি টাকা পাচার হয়েছে। দেশের বর্তমান নাজুক অর্থনৈতিক পরিস্থিতিতে প্রয়োজনীয় আমদানি ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। অদূর ভবিষ্যতে ঋণ পরিশোধের সময় আসন্ন। দেশের প্রতিটি মধ্যবিত্ত ও শ্রমজীবী পরিবার বর্তমান বাজার পরিস্থিতিতে খাদ্য সংকট ও অভাবে ভুগছে। মানুষ ব্যাপকভাবে ঋণের জালে আটকা পড়ছে। এ পরিস্থিতির জন্য দায়ী ক্ষমতাসীনদের একদিন বিচারের সম্মুখীন হতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে গতকাল সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত পদযাত্রা-পূর্ব সমাবেশে তারা এ কথা বলেন। গতকাল বিকালে নগরীর রাজধানী মার্কেট থেকে নারিন্দা হয়ে ধোলাইখাল পর্যন্ত পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি শামসুজ্জামান হীরার সভাপতিত্বে ও সিপিবি জেলা কমিটির অন্যতম সদস্য মঞ্জুর মঈনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীর, সেকেন্দার হায়াৎ, সদস্য জাহিদ হোসেন খান প্রমুখ। বক্তারা বলেন, ক্ষমতাসীন সরকার দেশে চলমান স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে আইন ও বিচার বিভাগকে হাতিয়ার এবং রাষ্ট্রীয় সংস্থাসমূহকে দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে। দেশের মানুষের ভোটসহ সব গণতান্ত্রিক অধিকার, জীবিকার অধিকার হরণ করা সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা জনমত ও আন্দোলন দমনে তারা চরম জুলুম চালাচ্ছে। পদযাত্রা ও সমাবেশ থেকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে তীব্র রাজনৈতিক সংগ্রাম গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানানো হয়।