মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সিটি করপোরেশন ও ইউপি আইনে পরিবর্তন

নির্বাচনের সময় কমানো হয়েছে, মেয়াদোত্তীর্ণ ইউপিতে প্রশাসক বসবেন নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি বাড়বে

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের সময় কমিয়ে আনা, কাউন্সিলরদের ছুটি কমানোসহ বেশকিছু পরিবর্তন এনে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৩’ খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। এ ছাড়া পৌরসভা ও জেলা পরিষদের মতো মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রশাসক বসানো যাবে, এমন বিধান রেখে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৩’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সিটি করপোরেশনের মেয়াদ শেষে আগের ছয় মাস বা ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হতো। এখন তিন মাস মানে ৯০ দিনের মধ্যে করতে হবে। আর শপথ নেওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে প্রথম বৈঠক করতে হবে। মাহবুব হোসেন বলেন, আগে কাউন্সিলররা তিন মাস ছুটি ভোগ করতে পারতেন। এখন এটা কমিয়ে এক মাস করা হয়েছে। কোনো ওয়ার্ড কাউন্সিলর দেশের বাইরে থাকলে আগে পাশের ওয়ার্ড কাউন্সিলর দায়িত্ব পালন করতেন, এখন সংরক্ষিত আসনের কাউন্সিলর সেই দায়িত্ব পালন করবেন। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব বলেন, সিটি করপোরেশন এলাকায় কোনো ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক মালিকানায় কোনো রাস্তা, ডোবা থাকলে তা নিজ উদ্যোগে পরিষ্কার না করা হলে জরিমানা করা যাবে। এজন্য সিটি করপোরেশন নির্দেশনা দেবে এবং নির্দেশনা না মানলে জরিমানা করা হবে। জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন বৃষ্টির পানি নিষ্কাশনের কাজ করবে। আগে এটা ওয়াসার কাজ ছিল। আগে ওয়াসা স্যুয়ারেজ লাইন এবং বৃষ্টির লাইনের কাজ করত। সিটি করপোরেশন ছোট ছোট ড্রেনের লাইনের কাজ করত। এখন তারা বড় বড় ড্রেনেজ লাইনের কাজও করবে। আর সিটি করপোরেশনে বর্তমানের ‘সচিব’ পদের পরিবর্তে ‘নির্বাহী কর্মকর্তা’ করা হয়েছে।

এ ছাড়াও ইউপি নিয়ে তিনি বলেন, সংশোধিত খসড়া আইন অনুযায়ী ‘ইউনিয়ন পরিষদ সচিব’-এর পদবি বদলে হচ্ছে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’। ইউনিয়ন পরিষদের সদস্যরা যে ভাতা পান এটি দায়িত্বকালীন পাবেন। চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ থেকে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে প্রথম সভা করতে হবে। জনপ্রতিনিধির মেয়াদ শেষ হলে বা কোনো কারণে নতুন জনপ্রতিনিধি নির্বাচিত করা না গেলে প্রশাসক বসাতে পারবে সরকার। মেয়াদ শেষ হলে নির্বাচিত কোনো জনপ্রতিনিধি বাড়তি সময় থাকতে পারবেন না।

‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৩’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি বাড়ানো হয়েছে। আগে ১১২ দিনের পরিবর্তে আট দিন বাড়িয়ে ১২০ দিন করার বিধান রাখা হয়েছে। এ ছাড়া আগের ছুটি মা হওয়ার আগে ও পরে মিলিয়ে পেতেন। এখন এটি পরিবর্তন করে মাতৃত্বকালীন ছুটি নারী শ্রমিক তার সুবিধামতো সময়ে নিতে পারবেন। এ ছাড়া শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া কোনো রায়ে কেউ সংক্ষুব্ধ হলে তাকে পরবর্তী ব্যবস্থা হিসেবে আপিল বিভাগে যেতে হবে; হাই কোর্টে কিছু করতে পারবে না বলেও জানান। এ ছাড়া পায়রা ও কুয়াকাটায় পরিকল্পিত নগর গঠনে একটি উন্নয়ন কর্তৃপক্ষ হবে। এজন্য ‘পায়রা-কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ, ২০২৩ আইন’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পায়রা ও কুয়াকাটা নিয়ে প্রধানমন্ত্রীর একটি স্বপ্ন আছে। এটাকে ভিত্তি করে যাতে একটি পরিকল্পিত শহর গড়ে ওঠে এবং যেখানে আধুনিক সুযোগসুবিধা থাকবে, যার মাধ্যমে পর্যটন আকর্ষণ স্পট হবে। সেখানে ব্যাপক উন্নয়ন কার্যক্রম সরকারের তরফ থেকে আছে। পায়রা বন্দর করা হয়েছে, ওখানে আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে এবং সরকারের অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড আছে। সেটিকে বৃদ্ধি করে যাতে করে একটি ভালো পরিকল্পিত নগরব্যবস্থা গড়ে ওঠে সেজন্য এ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। সে ক্ষেত্রে মূলত অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষ আছে, ঠিক একই আদলে করা হয়েছে। তিনি জানান, এ উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান থাকবেন একজন চেয়ারম্যান। ১৬ সদস্যের একটি বোর্ড থাকবে। এ ছাড়া সভায় বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা (স্থাবর সম্পত্তি অর্জন নিয়ন্ত্রণ) আইন, ২০২৩-এর খসড়া চূড়ান্ত অনুমোদন পায়। এ ছাড়া বাংলাদেশ ও আলজেরিয়া সরকারের সঙ্গে ভিসাসংক্রান্ত বিষয়ে খসড়া চুক্তি অনুমোদন পেয়েছে।

সর্বশেষ খবর