ভারতে পাচারকালে বেনাপোল বাজার ও আমড়াখালী চেকপোস্টে অভিযান চালিয়ে দুই সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি। তারা হলেন মাহফুজ মোল্লা ও কদম আলী। তাদের কাছ থেকে ৬ কেজি ৮৫০ গ্রাম সোনার বার উদ্ধার করা হয়েছে; যার মূল্য প্রায় ৬ কোটি ৯৩ লাখ টাকা।
আটক মাহফুজ মোল্লা নড়াইলের লোহাগড়া উপজেলার হাসমত মোল্লার এবং কদম আলী বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে। যশোর বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে আমড়াখালী চেকপোস্ট থেকে ৪ কেজি ৫০০ গ্রাম সোনার বারসহ মাহফুজ মোল্লাকে আটক করা হয়। আর গতকাল সকালে বেনাপোল বাজার থেকে ২ কেজি ৩৫০ গ্রাম সোনার বারসহ কদম আলীকে আটক করা হয়।
তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সোনার বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।