রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পরিচালনায় গত ৪ নভেম্বর থেকে সকাল ও বিকেল- এই দুই শিফটে কাজ করবেন শিক্ষার্থীরা। শহরের যানজট কমাতে ট্রাফিক পুলিশকে সহায়তা করতেই তারা কাজ করবেন। তবে এবার স্বেচ্ছাশ্রমে নয়, পেশাদার হিসেবে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট নিরসনের প্রচেষ্টায় ট্রাফিক পুলিশের পাশাপাশি পেশাদারভাবে এবার কাজ করছেন শিক্ষার্থীরা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) ডিসি তালেবুর জানান, রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পরিচালনার জন্য প্রাথমিকভাবে ৬৫ জন প্রশিক্ষিত শিক্ষার্থীকে নিয়োজিত করা হয়েছে। প্রতিদিন তারা প্রতি শিফটে ৫০০ টাকা করে পাবেন। এর মধ্যে ৩০ জন শিক্ষার্থী সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ৩৫ জন শিক্ষার্থী বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চার ঘণ্টার দায়িত্ব পালন করছেন। জানা যায়, গত ৩০ অক্টোবর শ্রম, কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ঘোষিত বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা সকাল ও বিকেলে যানজটের সময় এই দায়িত্ব পালন করবেন এবং খন্ডকালীন চাকরি হিসেবে এই ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত থাকবেন। প্রায় ৭০০ প্রশিক্ষিত শিক্ষার্থী সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ৩০০-৪০০ জনকে মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ট্রাফিক আইন বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ৬০০ শিক্ষার্থীকে পদায়নের পরিকল্পনা নিয়েছে ডিএমপি। ৪ নভেম্বর ৬৫ জন শিক্ষার্থী তাদের দায়িত্ব পালন শুরু কপে’রণ, অন্যরা পর্যায়ক্রমে যোগদান করবেন।
শিরোনাম
- শাহরুখের সমর্থন বা সাহায্যের প্রয়োজন নেই: অভিজিৎ
- ‘একজন খুনিকে আতিথ্য করা মানুষের অনুভূতিতে আঘাতের শামিল’
- ছুটির দিনের সকালেও দূষণের শীর্ষে ঢাকার বাতাস
- সরকারি কৃষিঋণ ৩৭ হাজার ১৫৩ কোটি টাকা, কর্মকর্তারা ঘুষ নেন ২৫০০ কোটি!
- পেটের কারণেই মানুষের মস্তিষ্ক আকারে বড়: গবেষণা
- ডেনমার্কে অন্য দেশের পতাকা উত্তোলন নিষিদ্ধ
- পেনাল্টি মিস করে এমবাপ্পে বললেন, ‘দেখিয়ে দেব কে আমি’
- কঠিন সমীকরণ মিলিয়ে গ্লোবাল লিগের ফাইনালে বাংলাদেশের রংপুর
- গাজায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত
- তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে রয়েছে বিশ্ব: ব্রিটিশ অ্যাডমিরাল
- কাজের ক্ষেত্রে রোবট ব্যবহারে সবার ওপরে দক্ষিণ কোরিয়া
- ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ক্যালিফোর্নিয়া
- মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট থাকার ঘোষণা ম্যাক্রোঁর
- রাখাইনে বিস্ফোরণে কাঁপছে টেকনাফ সীমান্ত, আতঙ্কে এলাকাবাসী
- মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক গ্রেফতার
- ভারত ষড়যন্ত্র করলে বিষদাঁত ভেঙে দিতে প্রস্তুত : চরমোনাই পীর
- চবিতে প্রশ্ন ফাঁসের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
- অবৈধ অনুপ্রবেশের সময় ফতেপুর সীমান্তে আটক ৪
- অভ্যুত্থানে যেসব পুলিশ অন্যায় করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয় : আইজিপি
- ব্যাঙের বিষে প্রাণ গেল অভিনেত্রীর
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
আপডেট:
ট্রাফিক নিয়ন্ত্রণে কেমন করছেন শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
এই বিভাগের আরও খবর