আজ ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। বাংলা সাহিত্য বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরেছেন কবিগুরু। যার কারণে বাঙালির মনন ও সৃজনে রবীন্দ্রনাথ অনন্য এক নাম। তাঁর গল্প, কবিতা, উপন্যাস, ছোটগল্প এবং অসংখ্য গান বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। গল্প, উপন্যাস, কবিতা, সুর ও বিচিত্র গানের বাণী, অসাধারণ সব দার্শনিক চিন্তাসমৃদ্ধ প্রবন্ধ, সমাজ ও রাষ্ট্রনীতিসংলগ্ন গভীর জীবনবাদী চিন্তাজাগানিয়া লেখায় এমনকি চিত্রকলায়ও রবীন্দ্রনাথ চিরনবীন। ১২৬৮ বঙ্গাব্দের আজকের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা সারদা দেবী। নিজের সময়ে থেকেও তিনি ধারণ করেছিলেন অনাগত কাল। তাই তো তাঁর সব সৃষ্টিকর্ম এখনো সমান আবেদন নিয়ে মুগ্ধ করছে অনুরাগীদের। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। কবিগুরুর কবিতা ও গান বাঙালি তথা বাংলাদেশিদের যাপিত জীবনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। বাঙালির আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতীক, বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক তিনি। রবীন্দ্রনাথের কাছ থেকেই আমাদের জাতীয় সংগীত ও ‘বাংলাদেশ’ নামের বানানটি নেওয়া হয়েছে।
১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং এশিয়ান হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
বাংলা ১৩৪৮ সালের ২২ শ্রাবণ বাদলঝরা দিনে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ইহলোক ত্যাগ করেন বিশ্বকবি। নানান আয়োজনে আজ দিবসটি উদ্যাপন করবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সংগঠন। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা, কবিতা, গান এবং গীতি নৃত্যনাট্য। ছায়ানট, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমির নানান আয়োজনে কবিগুরুর জন্মজয়ন্তী উদ্যাপিত হবে। এ ছাড়া বিটিভিসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলেও থাকছে রবীন্দ্রজয়ন্তীর বিশেষ অনুষ্ঠানমালা।
কর্মসূচি : ১৬৫তম রবীন্দ্র জন্মদিনের মূল অনুষ্ঠান হবে কুষ্টিয়ার শিলাইদহে। এ ছাড়া বিশ্বকবির স্মৃতিবিজড়িত নওগাঁর পতিসর, সিরাজগঞ্জের শাহজাদপুর এবং খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগেও রবীন্দ্রমেলা, রবীন্দ্রবিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিন উদ্যাপিত হবে। এবারের রবীন্দ্র জন্মদিনের প্রতিপাদ্য বিষয় ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’।