ঢালাও দরপতনের পরদিন বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। ভারত ও পাকিস্তান সংঘাতে জড়ানোয় আতঙ্কে আগের দিন বুধবার বিনিয়োগকারীরা মাত্রাতিরিক্ত বিক্রির চাপে শেয়ারবাজারে ঢালাও দরপতন হয়। সপ্তাহের শেষ দিনে গতকাল আতঙ্ক কেটে শেয়ারবাজারে বিক্রির চাপ কমে ক্রেতার আধিক্য দেখা যায়। এতে বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে।
এদিকে বড় দরপতনের পর শেয়ারবাজারে বড় উত্থান হলেও মতিঝিলের রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছেন বিনিয়োগকারীরা। কাফনের কাপড় পরে করা এ বিক্ষোভ মিছিলের নাম দেওয়া হয় ‘কাফনমিছিল’। শেয়ারবাজারের লেনদেন শেষে আয়োজন করা এ কাফনমিছিল থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবি জানানো হয়।
দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৯৫ দশমিক ৬৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এ ছাড়া ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৮ হাজার কোটি টাকা। এক দিন আগে বাজারটিতে ৯৬ দশমিক ৪৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে এবং প্রধান মূল্যসূচক কমে ৩ শতাংশ। একই দিনে বাজার মূলধন কমে ১০ হাজার কোটি টাকা। লেনদেন শেষে সব খাত মিলিয়ে ডিএসইতে ৩৭৭ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০টির। এ ছাড়া ৭টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯৯ পয়েন্ট বেড়ে ৪৯০২ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে।