শঙ্কামুক্ত বিষপানে আত্মহত্যার চেষ্টা করা জুলাই অভ্যুত্থানে চোখ হারানো চার তরুণ। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, বিষপান করা চার তরুণ এখন শঙ্কামুক্ত। তারা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা সুস্থ আছেন। এর আগে রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন আলী হামজা শিমুল (১৯), সাগর (১৮), আখতার হোসেন (২২) ও মারুফ আহমেদ (২১)। উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের পদক্ষেপ না নেওয়ায় রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন চার তরুণের মতো আহত ৫৫ জনও মানসিকভাবে ভেঙে পড়ছেন। ভবিষ্যৎ জীবন নিয়ে শঙ্কায় দিন পার করছেন তারা। হিল্লোল নামে এক আহত বলেন, দীর্ঘ ৯ মাসেও উন্নত চিকিৎসা বা পুনর্বাসন বিষয়ে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অন্য আহতরা বলেন, শুধু সরকার নয়, রাজনৈতিক দলগুলোরও এ বিষয়ে ভূমিকা হতাশাজনক। সব দল নিজেদের স্বার্থ দেখছে। আমাদের নিয়ে কারও চিন্তা নেই। আহত দ্বীন মোহাম্মদ বলেন, দীর্ঘ চিকিৎসার পর এখনো আমার শরীরে ১৩টি ছররা বুলেট রয়েছে। হাঁটতে গেলে মনে হয় মাথার মগজটা লাফাচ্ছে। ডাক্তাররা যেটুকু পেরেছেন চিকিৎসা করেছেন। কিন্তু বুলেটগুলো বের হয়নি। মাথার ওপর হাত দিয়ে চেপে ধরে হাঁটতে হয়। এটা অসহ্য যন্ত্রণার, বলে বুঝাতে পারব না। আমার কাজ করার কোনো অবস্থা নেই। উন্নত চিকিৎসার প্রয়োজন, সেটাও পাচ্ছি না। পরিবার চালানোর মতো সহযোগিতা কেউ করছেন না। অনেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, বর্তমানে হাসপাতালে ৫৫ জন চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৪৬ জন সুস্থ আছেন। তাদের আর হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন নেই। ৭-৮ জনের চিকিৎসা প্রয়োজন। তাদের কিছু সমস্যা রয়েছে। যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের বেশির ভাগই মানসিকভাবে ভালো নেই। তারা আশঙ্কা করছেন যে, যদি হাসপাতাল থেকে চলে যান, তাহলে তারা পুনর্বাসনসহ বিভিন্ন সমস্যা এবং সংকটে পড়তে পারেন। তাই তারা হাসপাতাল ছাড়তে চাচ্ছেন না।
শিরোনাম
- মালয়েশিয়ায় আনোয়ার সরকারের দুই শীর্ষ মন্ত্রীর পদত্যাগ
- হামাস প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করা হয়েছে: নেতানিয়াহু
- ফেসবুক-অ্যাপল-গুগল-নেটফ্লিক্সসহ ২০ কোটি অ্যাকাউন্টের তথ্য ফাঁস
- হাসানের বোলিং তোপে হার দিয়ে পাকিস্তান সফর শুরু বাংলাদেশের
- নিরাপদ পশু উৎপাদনে চুয়াডাঙ্গার খামারিদের সাফল্য
- মিঠামইনে স্কুল প্রাঙ্গণে ছুরিকাঘাত, গুরুতর আহত দুই ছাত্র
- সাতক্ষীরায় জমি বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
- মুন্সিগঞ্জে তিন শহীদ পরিবারকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান
- আমরা খুনি, টাকা পাচারকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে : চরমোনাই পীর
- ‘আমরা ন্যায়বিচার চাই’ স্লোগান ছিল একটি গণরায় : প্রধান বিচারপতি
- কমলাপুরে হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার
- অনির্দিষ্টকালের জন্য সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা বাজুসের
- ১৯ বছর পর পাকিস্তানিদের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কুয়েত
- সেতাবগঞ্জ চিনি মিল চালুর দাবিতে দিনাজপুরে অবস্থান কর্মসূচি
- কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারীদের কর্মবিরতি
- মামুন-জিয়াউল আদালতে হাজির
- সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু
- টানা দু’দিন ৬ বিভাগে অতি ভারী বর্ষণের আভাস
- নিম্নচাপের প্রভাবে ভোলায় নদী উত্তাল, প্লাবিত নিম্নাঞ্চল
- গাজাবাসীর কান্না স্বর্গে পৌঁছে যাচ্ছে: পোপ লিও
মানসিকভাবে ভেঙে পড়ছেন আহতরা
শঙ্কামুক্ত ও সুস্থ আছেন বিষপান করা জুলাই আন্দোলনের চার তরুণ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর