শঙ্কামুক্ত বিষপানে আত্মহত্যার চেষ্টা করা জুলাই অভ্যুত্থানে চোখ হারানো চার তরুণ। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, বিষপান করা চার তরুণ এখন শঙ্কামুক্ত। তারা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা সুস্থ আছেন। এর আগে রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন আলী হামজা শিমুল (১৯), সাগর (১৮), আখতার হোসেন (২২) ও মারুফ আহমেদ (২১)। উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের পদক্ষেপ না নেওয়ায় রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন চার তরুণের মতো আহত ৫৫ জনও মানসিকভাবে ভেঙে পড়ছেন। ভবিষ্যৎ জীবন নিয়ে শঙ্কায় দিন পার করছেন তারা। হিল্লোল নামে এক আহত বলেন, দীর্ঘ ৯ মাসেও উন্নত চিকিৎসা বা পুনর্বাসন বিষয়ে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অন্য আহতরা বলেন, শুধু সরকার নয়, রাজনৈতিক দলগুলোরও এ বিষয়ে ভূমিকা হতাশাজনক। সব দল নিজেদের স্বার্থ দেখছে। আমাদের নিয়ে কারও চিন্তা নেই। আহত দ্বীন মোহাম্মদ বলেন, দীর্ঘ চিকিৎসার পর এখনো আমার শরীরে ১৩টি ছররা বুলেট রয়েছে। হাঁটতে গেলে মনে হয় মাথার মগজটা লাফাচ্ছে। ডাক্তাররা যেটুকু পেরেছেন চিকিৎসা করেছেন। কিন্তু বুলেটগুলো বের হয়নি। মাথার ওপর হাত দিয়ে চেপে ধরে হাঁটতে হয়। এটা অসহ্য যন্ত্রণার, বলে বুঝাতে পারব না। আমার কাজ করার কোনো অবস্থা নেই। উন্নত চিকিৎসার প্রয়োজন, সেটাও পাচ্ছি না। পরিবার চালানোর মতো সহযোগিতা কেউ করছেন না। অনেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, বর্তমানে হাসপাতালে ৫৫ জন চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৪৬ জন সুস্থ আছেন। তাদের আর হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন নেই। ৭-৮ জনের চিকিৎসা প্রয়োজন। তাদের কিছু সমস্যা রয়েছে। যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের বেশির ভাগই মানসিকভাবে ভালো নেই। তারা আশঙ্কা করছেন যে, যদি হাসপাতাল থেকে চলে যান, তাহলে তারা পুনর্বাসনসহ বিভিন্ন সমস্যা এবং সংকটে পড়তে পারেন। তাই তারা হাসপাতাল ছাড়তে চাচ্ছেন না।
শিরোনাম
- প্রতিদিন মিষ্টি আলু খেলে মিলবে যেসব উপকার
- মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে ১০টি পরিকল্পিত অপপ্রচার ও তথ্যভিত্তিক বাস্তবতা
- ‘যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না ইরান, যে কোনো অভিযানের জন্য প্রস্তুত’
- বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মিশরীয় উদ্যোক্তাদের আমন্ত্রণ
- দেশের প্রেক্ষাগৃহে আসছে নেপালি সিনেমা ‘মিসিং’
- ২৭ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড উইন্ডিজের
- ইসলাম ধর্ম গ্রহণ করলেন কেনিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী
- মুসলিম যুবকদের প্রতি প্রোগ্রামিং ও এআই শেখার আহ্বান
- ওড়িশায় যৌন হয়রানির বিচার না পেয়ে গায়ে আগুন দেয়া সেই ছাত্রী মারা গেছে
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৫ জুলাই)
- ট্রাস্টের আড়ালে কর ফাঁকির প্রবণতা
- হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন ১৮৩ ভিআইপি
- অর্থনীতি গতিশীল রাখতে নির্বাচন জরুরি
- ঐকতানে অনৈক্য : সেনাপ্রধানের বার্তা ভুলে গেছেন রাজনীতিকরা
- বাংলাদেশকে ছোট ভাই না, সমান মনে করতে হবে
- সেই সতর্কবার্তা এখন গুরুত্ব পাচ্ছে, রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি চরমে
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ