কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের অনুসারীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় উপজেলা সদরে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলা সদরের আল্লাহু চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান গতকাল বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে একটি সূত্র জানায়, গ্রেপ্তার আতঙ্কে বিএনপির অধিকাংশ নেতা-কর্মী আত্মগোপনে রয়েছেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, আল্লাহু চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। আমরা লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।