মৌলভীবাজারের কমলগঞ্জে সাবেক ছাত্রদল নেতা আবদুর রাহিম রাফির (২৪) গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ বসতঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রাহিম রাফি সিদ্ধেশ্বরপুর গ্রামের মৃত আবদুস ছাত্তারের ছেলে ও মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল জব্বারের ভাতিজা।
রাফির চাচাতো ভাই আবদুল হাদি চৌধুরী ঝুমন (৩৫) জানান, শুক্রবার রাফির স্ত্রী তাদের সন্তান নিয়ে পৈতৃকবাড়ি যান। রাতে রাফি বাড়িতে একাই ছিলেন।
রাফির বন্ধু ও প্রতিবেশী মাহি আহমেদ জানান, ‘সকালে রাফি ও আমার কাজে যাওয়ার কথা ছিল। রাফি ঘুম থেকে উঠছিল না দেখে আমি তাকে ডেকে তোলার জন্য ঘরে গিয়ে দরজায় ধাক্কা দিলে দরজা খুলে যায়। তখন ঘরের ভিতরে আলো না থাকায় অন্ধকারের মধ্যে রাফিকে ডাকতে ডাকতে কোনো সাড়া না পাওয়ায় তার বিছানার পাশে গেলে ভেজা কিছু হাতে লাগলে আলো জ্বালাই।
আলো জ্বালিয়ে দেখি রাফির রক্তাক্ত দেহ খাটে পড়ে আছে। সঙ্গে সঙ্গে আবদুল হাদিকে জানাই। হাদি পুলিশে খবর দেয়।’