সুনামগঞ্জের ছাতক উপজেলার পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারফত আলীকে চার মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় সাক্ষ্যপ্রমাণ শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ছাতক উপজেলা নির্বার্হী কর্মকর্তা আইনুর আক্তার পান্না এ দণ্ড দেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারফত আলী একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে উত্ত্যক্ত করে আসছেন। সকালে ওই শিক্ষিকা উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাতক শিক্ষা অফিস বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আইনুর আক্তার পান্নাকে অবহিত করে।
পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা অভিযুক্ত প্রধান শিক্ষককে তার কার্যালয়ে ডেকে পাঠান। সাক্ষ্যপ্রমাণ শেষে প্রধান শিক্ষক মারফত আলীকে চার মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।