আপনি প্রেমে পড়েছেন আর আপনার প্রিয় বন্ধুরা জানবে না, তা আবার কখনো হয় নাকি। কিন্তু তাই বলে সব বন্ধুর সঙ্গে কাছের মানুষটির আলাপ করিয়ে দেবেন না যেন। আর তার জন্য প্রথম থেকেই সাবধানী হতে হবে আপনাকে। নিজের সম্পর্কে ভাল রাখতেই এই কাজটি আপনাকে করতে হবে। জেনে নিন, সব বন্ধুকে কেন সঙ্গীর সামনে আনবেন না-
১। ছোট্ট বেলার বন্ধু বা বান্ধবী। মনে মনে হয়ত আপনাকে পছন্দ করে। কিন্তু বলতে পারে না। হঠাৎ আপনার জীবনে নতুন কাউকে দেখলে চটে যেতে পারে। ছোট থেকে আপনাকে চেনে আমনে আপনার ব্যাপারে সবকিছু জানে। আপনার কাছের মানুষটির কান ভারি করতে আর কতক্ষণ!
২। সম্পর্ক ভেঙে গেলেও, পুরনো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে এখনও বন্ধুত্ব রয়েছে। তাই বলে আপনার জীবনের নতুন মানুষটিকে আলাপ করিয়ে দেবেন না যেন! হঠাৎ করে পুরনো কাসুন্দি উঠে আসতে পারে। আবার আপনার খারাপ অভ্যাসগুলোও তার সামনে বেশি করে তুলে ধরতে পারে।
৩। প্রিয় বন্ধু বা বান্ধবীটিকে নিয়ে কাছের মানুষটির সঙ্গে দেখা করতে যাবেন না। বাড়তি মানুষ থাকলে এমনিতেই আপনাদের কথাবার্তা জমবে না। আর কপাল খারাপ হলে দেখবেন, ওঁরাই হয়ত খোশ গল্পে মশগুল। বাদ পড়ে গেলেন আপনিই।
৪। প্রেমিকের সঙ্গে সুন্দরী প্রিয় বান্ধবীর দেখা করিয়েছেন কি মরেছেন। মুখে যতই বলুন রূপে কিছু যায় আসে না, আসলে ডাকসাইটে সুন্দরী দেখলেই হল।
৫। ফ্লার্ট করতে ওস্তাদ এমন বন্ধুর থেকেও সাবধান। আপনার প্রেমিক বা প্রেমিকাটিকে কাটিয়ে নিয়ে চলে যেতে পারে।
বিডি-প্রতিদিন/৯ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১৭
 
                         
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                        