অদ্ভুত এক যৌন সমস্যার কথা উল্লেখ করে বিশেষজ্ঞের কাছে চিঠিত লিখেছেন এক তরুণ। তিনি এ সমস্যার সমাধান কিভাবে করা যায়, তার উপায়ও জানতে চেয়েছেন। এক প্রতিবেদনে তথ্যটি প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
চিঠিতে ওই তরুণ লেখেন, আমি ২৭ বছর বয়সী পুরুষ। আমার এক অদ্ভুত সমস্যা রয়েছে। জনসম্মুখে কিংবা ভিড়ের মধ্যে নারী দেখলে আমি উত্তেজিত হয়ে পড়ি। তাদের দেহের অতি সামান্য অংশ উন্মুক্ত হলেও আমি কামার্ত হয়ে পড়ি। এক পর্যায়ে নিজে নিজেই আমি হস্তমৈথুন করি। এছাড়া আমার আর কোনো উপায় থাকে না। এ পরিস্থিতিতে আমি নিজেই লজ্জিত হই। কিন্তু কিভাবে এ থেকে মুক্তি পাব?
চিঠির উত্তরে বিশেষজ্ঞ বলেন, এ সমস্যা অত্যন্ত চিন্তার বিষয়। যে কোনো সময় এজন্য বিপদে পড়তে পারেন। সামাজিক দৃষ্টিকোণ থেকেও আপনার এ কাজ করা উচিত নয়। এ সমস্যার কারণ হতে পারে বিষণ্ণতা কিংবা পারিবারিক কোনো সমস্যা। আর এ সমস্যা দূর করার জন্য আপনার একজন মনোবিদের সঙ্গে পরামর্শ করা উচিত। নিজে সর্বোচ্চ চেষ্টা করেও যদি সমাধান করতে না পারেন তাহলে মনোবিদের পরামর্শ নেয়াই ভালো হবে।
বিডি প্রতিদিন/৯ ডিসেম্বর, ২০১৬/ফারজানা