Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:৫৮

সৌভাগ্যকে হাতের মুঠোয় রাখতে যা করবেন!

অনলাইন ডেস্ক

সৌভাগ্যকে হাতের মুঠোয় রাখতে যা করবেন!

শ্রম আর মেধা দিয়ে ভাগ্যকে জয় করা যায়। কিন্তু তারপরেও মনে হতে পারে, যতটা হওয়া উচিত ছিল জীবনে ততটা যেন হল না। এইখানেই কাজ করে ভাগ্য।  আর সৌভাগ্যকে হাতের মুঠোই আনতে বিবিধ ক্রিয়ার কথা জানায় বাস্তু ও জ্যোতিষ। এর মধ্যে কয়েকটি বেশ সহজ। কয়েকটি বস্তু পকেটে বা হাতের কাছে রাখলেই সৌভাগ্য অনেক সময়ে ধরা দেয়। পাঠকদের জন্য সেই বিষয়গুলো আলোচনা করা হলো: 

•  যে কোনো ধাতুতে তৈরি ছোট ত্রিভূজ কাছে রাখলে সৌভাগ্য ত্বরান্বিত হয়। ত্রিভূজ জীবনের সম্পূর্ণতার প্রতীক। এর তিন বাহু জন্ম-পরিণতি-মৃ্ত্যুকে ব্যক্ত করে।

• চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময়ে পকেটে অশত্থ পাতা রাখলে শুভ হয়।

• প্রেম-ঘটিত সম্পর্কে ওঠানামা স্বাভাবিক। কিন্তু সঙ্গে একটি ময়ূরপুচ্ছ রাখলে সেই ওঠানামা গায়ে লাগে না।

• সাদা পাথর সঙ্গে রাখলে অবসাদ দূর হয়। উদ্বেগও কাছে ঘেঁষতে পারে না। ফলে কার্যসিদ্ধি সহজ হয়।

• অনেকেরই বিশ্বাস, দিনের শুরুতে যে কয়েনটি প্রথম হাতে আসে, তাকে সারা দিন মানিব্যাগে রেখে দিলে সে আর্থিক সৌভাগ্য এনে দেয়।

• ঘোড়ার নাল সৌভাগ্য আনে, তা অজানা নয়। কিন্তু তাকে তো আর পকেটে বয়ে বেড়ানো যায় না! তাই নাল থেকে কেটে নেওয়া অংশ পকেটে বা মানিব্যাগে রাখা দস্তুর।

• তন্ত্র মতে, নাভিতে সুগন্ধী মাখলে আকর্ষণশক্তি বাড়ে। প্রেমের পথ সুগম হয়। 

বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম


আপনার মন্তব্য