বিজয় শব্দটার সাথেই যেন আনন্দ, মুক্তি, উৎসব এই শব্দগুলো জড়িত। বিজয় উৎসবে যেন নতুন করে উজ্জীবিত হয় দেশপ্রেম, দেশের চেতনা, মুক্তির স্বাদ।
আর একান্ত নিজেদের এই উৎসবে কে ক্র্যাফ্ট তার দেশপ্রেমী ক্রেতা সঙ্গীদের সাথেই পথ চলছে। তরুণ প্রজন্মের মধ্যে বিজয়ের এই আবেগ ছড়িয়ে দিতে প্রতি বিজয়েই থাকে বিশেষ আয়োজন যা লাল সবুজে উজ্জীবিত।
এবারও রয়েছে সেই লাল সবুজের সম্ভার, সাথে অন্য রং এবং শিল্পের ছোঁয়া। আয়োজনে রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, টপস্, কুর্তি, পাঞ্জাবী, শার্ট, ফতুয়া, শাল, উত্তরীয়, ব্যানডেনা এবং বাচ্চাদের জন্য রয়েছে কামিজ, টপস্, পাঞ্জাবী, শার্ট, ইত্যাদি।আর এ সকল কালেকশন পাওয়া যাচ্ছে কে ক্র্যাফ্টের সকল আউটলেট এবং অনলাইন স্টোরে।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৭/ফারজানা