মেরী স্টোপস বাংলাদেশে গত তিন দশক ধরে নারীর স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ২৮টি জেলায় ৬টি মেটারনিটি হাসপাতালসহ ৪০টি ক্লিনিকের মাধ্যমে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে।
“নিরাময়ের জন্য নিরাপদ ওষুধ” এই প্রত্যয় নিয়ে মেরী স্টোপস চালু করেছে ফার্মেসি চেইন। এর মাধ্যমে সেবা গ্রহীতারা পাবেন সঠিক তাপমাত্রায় সংরক্ষিত মানসম্মত ওষুধ। এরই ধারাবাহিকতায় মেরী স্টোপস বাংলাদেশ আজ চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত তাদের ক্লিনিকের সঙ্গে চালু করলো আরও একটি ফার্মেসি।
উল্লেখ্য, মেরী স্টোপস বাংলাদেশ, যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক এমএসআই রিপ্রোডাক্টিভ চয়েসেসের একটি সহযোগী প্রতিষ্ঠান। বিশ্বের ৩৭টি দেশে এমএসআই এর ক্লিনিক এবং অন্যান্য কার্যক্রম রয়েছে। মেরী স্টোপস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, কিশওয়ার ইমদাদ, ফার্মেসিটি উদ্বোধন করেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ এস এম
 
                         
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                        