শীতে ত্বক হয়ে যায় শুষ্ক, রুক্ষ। এ সময় ত্বকের যত্নে পেট্রোলিয়াম জেলি দারুণ কাজে দেয়। পেট্রোলিয়াম জেলি বলিরেখা থেকে শুরু করে রোদে পোড়া ত্বক ঠিক করতে শুরুতে ব্যবহার হয়। হাত-পায়ের ত্বক কোমল করার পাশাপাশি ঠোঁটফাটা রোধ করে। রূপচর্চায় পেট্রোলিয়াম জেলির রয়েছে আরও বিভিন্ন ব্যতিক্রমী ব্যবহার। সুগন্ধি দীর্ঘস্থায়ী করা থেকে শুরু করে বডি স্ক্রাবার ও লিপবাম হিসেবেও জুড়ি নেই। এটি ত্বকে বাইরের বাতাস ঢুকতে বাধা দেয়। ফলে ত্বক আর্দ্রতা হারায় না। শুষ্কতার সমস্যা কমে। যেসব স্থান বেশি শুষ্ক যেমন-ঠোঁট, কনুই, হাঁটুসহ বিভিন্ন স্থানে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা উচিত।
এ ছাড়া শুষ্ক গোড়ালি, ফাটা বা চামড়া ওঠা আঙুলে ও ফাটা ঠোঁটে রাতে ঘুমাতে যাওয়ার আগে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে উপকার পাওয়া যায়। শুষ্ক ত্বকে পেট্রোলিয়াম জেলি ‘স্পট ট্রিটমেন্ট’ হিসেবে কাজ করে, যা দাগ কমাতে কাজ করে। কনুই, হাঁটুসহ অন্য শুষ্ক অংশে পেট্রোলিয়াম জেলি ব্যবহার শুষ্কতা কমানোর পাশাপাশি দাগও কমিয়ে দেয়। শুষ্ক ত্বকের স্বাভাবিকভাবে মাখা ছাড়াও কিছু ক্ষেত্রে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যায়। যদি একজিমা থাকে তাহলে ত্বক মসৃণ ও আর্দ্র রাখে এমন উপাদান ব্যবহার করতে হয়। সে ক্ষেত্রে পেট্রোলিয়ামসমৃদ্ধ উপাদান ক্ষত সারাতে, শুষ্কতা ও একজিমার সমস্যা দূর করতে ব্যবহার করা যায়। পাশাপাশি পেট্রোলিয়াম জেলি চামড়া ওঠার সমস্যা বন্ধ করে। কারণ এটা ত্বকে সুরক্ষার স্তর দেয়। তবে চামড়া ওঠার সমস্যায় এমন পণ্য ব্যবহার করতে হয়, যা ত্বকের ভিতর ঢুকে পুনর্গঠনে সহায়তা করে। ভিতর থেকে ক্ষতিগ্রস্ত ত্বক সেরে ওঠার ক্ষেত্রে ওপরে সুরক্ষার স্তর হিসেবে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যেতে পারে। সংক্রমণ কমাতে আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি ত্বকের নিরাময়ের পক্ষে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করার পরামর্শ দেয়। যেহেতু পেট্রোলিয়াম জেলি ত্বকে একটি প্রাকৃতিক বাধা তৈরি করে, এটি সংক্রমণ রোধ করতে পারে। ত্বক ক্ষতি হওয়ার ঝুঁঁকি কমায়। রূপচর্চায় এটি নানাভাবে ব্যবহার করা যায়।
* বাড়িতে মেকআপ রিমুভার না থাকলে পেট্রোলিয়াম জেলি দিয়ে দারুণভাবে মেকআপ তোলার কাজটি সেরে নিতে পারেন। পেট্রোলিয়াম জেলি নিয়ে পুরো মুখে ম্যাসাজ করুন। এরপর তুলা দিয়ে আলতো করে মুছে নিন। চোখের মতো স্পর্শকাতর ত্বকের মেকআপ তুলতেও এটি ব্যবহার করা যায়।
* যেখানে সুগন্ধি লাগাবেন সেই জায়গায় আগে কিছুটা পেট্রোলিয়াম জেলি মালিশ করে নিন। এরপর সেখানে সুগন্ধি স্প্রে করুন। এতে ত্বকে অনেক সময় ঘ্রাণ স্থায়ী হবে।
* ভ্রুর ঘনত্ব বাড়াতে সাহায্য করে পেট্রোলিয়াম জেলি। রাতে ঘুমানোর আগে একটা আইভ্রু ব্রাশে কিছুটা জেলি নিয়ে ভ্রুযুগলে লাগিয়ে নিন। ধীরে ধীরে ভ্রু ঘন হবে।
* মেকআপের পূর্ণতায় এখন প্রায় সবাই হাইলাইটার ব্যবহার করেন। গালে ও ভ্রুর নিচের ত্বকে কিছুটা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে সেটা হাইলাইটার হিসেবে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
* নখের উজ্জ্বলতা বাড়াতে ও ভঙ্গুরতা কমাতে জাদুকরি সমাধান পেট্রোলিয়াম জেলি।