মানুষের আবেগ ও আচরণকে প্রভাবিত করে রং। নিজেকে সাহসী ও আত্মবিশ্বাসীভাবে উপস্থাপনে রঙের প্রয়োগ ঘটানো যায়।
ত্বকের রং সম্পর্কে ধারণা : রং তত্ত্ব ব্যবহার করতে হলে নিজের ত্বকের রং সম্পর্কে ধারণা রাখতে হবে। ত্বকের রঙের প্রধান তিন ভাগ-উষ্ণ, শীতল ও প্রাকৃতিক। উষ্ণ ত্বক সাধারণত হলুদাভ বা সোনালি বর্ণের হয়ে থাকে। শীতল যাদের তাদের বর্ণ কিছুটা গোলাপি বা নীলচে এবং প্রাকৃতিক রঙের অধিকারীদের বর্ণ শীতল ও উষ্ণ বর্ণের মিশেলে হয়ে থাকে।
রং নির্বাচন : পরিপূরক রঙের ব্যবহারে সাহসী ও আকর্ষণীয় ভাব তৈরি হয়। যেমন- ত্বকের রং উষ্ণ হলে- হলুদ পোশাকের সঙ্গে বেগুনি আনুষঙ্গিক নির্বাচন করা যায়। শীতল হলে নীল পোশাকের সঙ্গে কমলা আনুষঙ্গিক ব্যবহার করা যেতে পারে।
মিশ্র ও মিলিত রং : মিশ্র ও মিলিত রং ব্যবহারে সাহসী ও স্বতন্ত্রভাব ফুটিয়ে তোলা যায়। বর্ণচক্রের পাশাপাশি যে কোনো দুটি রং বাছাই করার মাধ্যমে এই সমন্বয় তৈরি করতে হয়।
বিডি-প্রতিদিন/এমআই