সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, জনগণের ভ্যাটের টাকায় সরকার দেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে গেছে। দেশের নাগরিক হিসেবে আমাদের সবাইকে ভ্যাট দিতে হবে।
মঙ্গলবার দুপুরে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে জাতীয় ভ্যাট দিবসের অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। তিনি এসময় ভালোবাসা দিয়ে জনগণের কাছ থেকে রাষ্ট্রের উন্নয়নে ভ্যাট আদায়ের পরামর্শও দেন ।
তিনি বলেন, কারো ওপর চাপ দিয়ে কাঙ্ক্ষিত ভ্যাট আদায় করা যাবে না। ভালোবেসে জনগণকে বুঝিয়ে ভ্যাট আদায় করতে হবে। এর জন্য কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তাদের জনগণের সাথে মিশতে হবে। জনগণকে ভ্যাট প্রদানে উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার কে. এম তারিকুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ইন্টারন্যাশনাল ট্যাক্সেস) হাফিজ আহমেদ মুর্শেদ, রংপুর কর অঞ্চলের কমিশনার আবদুল লতিফ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। এতে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর কমিশনার শওকত আলী সাদী।
বিডি-প্রতিদিন/শফিক