পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, সুন্দরবনের অভয়ারণ্যে মানুষ ঢুকে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড এই বনের ক্ষতি করছে। ডাঙ্গার মানুষও সুন্দরবনকে ধ্বংস করছে। তাই সুন্দরবনে যাতে কম মানুষ যায়, সেজন্য বন মন্ত্রণালয় কাজ করছে।
বুধবার দুপুরে বাগেরহাটের মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আইন-শৃংখলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, সুন্দরবনে বিষ দিয়ে মাছ মারা বন্ধ করতে হবে। সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ মারার ফলে সেই বিষ জোয়ারের পানিতে ঘেরে প্রবেশ করে। এতে লোকালয়ের মাছেরও ক্ষতি হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।
মোংলা উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃংখলা কমিটির সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার, সহকারী কমিশনার ( ভূমি ) নয়ন কুমার রাজবংশী, বাগেরহাট জেলা পরিষদ সদস্য শেখ আব্দুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ কুমার বালা প্রমুখ।
আইন-শৃংখলা কমিটির সভায় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার ঘূর্ণিঝড় আম্ফান এবং করোনা পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আইন-শৃংখলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের অভিনন্দন জানান।
এর আগে, উপমন্ত্রী মোংলা ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণের নিয়মিত মহড়া কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বিডি প্রতিদিন/এমআই