বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যারা আমাদের মধ্যে বিভাজন ও বিভেদ সৃষ্টি করতে চায়, দুর্বল মনে করে। তারা বোকার স্বর্গের বাস করে। আমাদের ধর্মীয় বিশ্বাস ও রাজনৈতিক বিশ্বাস ভিন্ন হলেও আমরা একই সমাজে বাস করি। আমরা বাঙালি তাই বাংলাদেশের মানুষ কারো উস্কানিতে পা দিবে না। আমরা ভারতের সাথে প্রতিবেশিসুলভ সম্পর্ক বজায় রাখতে চাই।
শুক্রবার দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ঈমাম, মোয়াজ্জেম, এতিমখানার মুহতামিম ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে তখনই, যদি আপনি আমাকে সম্মান করেন। আমিও আপনাকে সম্মান করবো। কোনো অবস্থাতেই ভাবার কারণ নেই আমি আপনার প্রজা আর আপনি আমার রাজা।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দিন কচি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ও হযরত আলী সরদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেনসহ অনেকে।
বিডি প্রতিদিন/হিমেল