মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার সিমন্সদ্বীপে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন এক ব্যক্তি। সেখানে অদ্ভুত অভিজ্ঞতার কথা শুনিয়েছেন তিনি।
ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁরা সমুদ্রের পাড় বরাবর হাঁটছিলেন। সেখানেই স্রোতের সঙ্গে একটি মরা মাছকে ভেসে আসতে দেখেন। প্রথমে আর পাঁচটা সাধারণ মাছের মতোই মনে হয়েছিল। কিন্তু ছেলেকে সামনে থেকে মাছটা দেখাবেন বলে যেই কাছে গিয়েছেন, চমকে ওঠেন।
মাছটির কাছাকাছি যেতেই দেখেন, তার চোয়ালে মানুষের মতো দাঁত। সাধারণত মাছের দাঁত বাইরে থেকে দেখা যায় না। সেখানে যে মাছটি পড়ে ছিল, তার দাঁত তো বাইরে থেকে দেখা যাচ্ছিলই, সেই সঙ্গে সেগুলি দেখতে মাছের দাঁতের মতো মোটেই ছিল না। সেগুলো দেখতে একদম মানুষের দাঁতের মতো ছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার