ভারতের পূর্ব বর্ধমানের মেমারির মামুদপুরের বাসিন্দা অজিত ঘোষের ছেলে কৌশিক ঘোষের সঙ্গে বিয়ে হয় মেমারির কানপুর গ্রামের বাসিন্দা মৌমিতা সরকারের।
রবিবার কানপুর গ্রামে সরকার বাড়িতে বিয়ে হয়। সোমবার সকালে নববধূ শ্বশুরবাড়িতে পা রাখার আগে একশ'টি ফল ও ফুলের গাছ রোপন করলেন।
নবদম্পতির এই অভিনব উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।
নবদম্পতি জানান, চারিদিকে পানি সংকট, গাছই পারে পরিবেশকে আগের চেহারায় ফেরাতে, তাই তারা নতুন জীবন শুরুর দিনে, ভবিষ্যত প্রজন্মের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে। কৌশিক-মৌমিতা জানান বিয়ের মোট খরচের মাত্র এক শতাংশ খরচ করেই তাদের ইচ্ছা বাস্তবায়িত হয়েছে।
পল্লীমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার জানান, এই ধরণের পরিবেশ বাঁচানোর অভিনব উদ্যোগে তারা খুশি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন