১২ আগস্ট, ২০২৪ ১৩:২৩

ময়ূর রান্নার ভিডিও পোস্ট করলেন ইউটিউবার, তোলপাড়

অনলাইন ডেস্ক

ময়ূর রান্নার ভিডিও পোস্ট করলেন ইউটিউবার, তোলপাড়

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলঙ্গানায় ময়ূরের মাংস রান্নার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন এক ইউটিউবার। কোডম প্রণয় কুমার নামে ওই ইউটিউবারের ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই তার বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনে অভিযোগ দায়ের করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।

তেলঙ্গানার সিরসিল্লার বাসিন্দা কুমার তার ইউটিউব চ্যানেলে ময়ূরের মাংস রান্নার একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ভারতের জাতীয় পাখি ময়ূর হওয়ায় এটি নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। 

ভিডিওটি নজরে আসার পর তেলঙ্গানার বন দপ্তর অভিযুক্ত ইউটিউবারের রান্নার স্থান পরিদর্শন করে এবং ভিডিওটি যাচাই করে। বন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, একটি সংরক্ষিত প্রাণীকে হত্যার অভিযোগে কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তেলঙ্গানার পুলিশ সুপার অখিল মহাজন জানিয়েছেন, কুমারের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে। প্রাণী অধিকার কর্মীরা কুমারের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন।

এছাড়া এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কুমারের আগের একটি ভিডিওতেও তিনি বন্য শুয়োরের তরকারি রান্নার বিষয়টি প্রদর্শন করেছিলেন, যা নিয়েও তদন্ত চলছে।
বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর