যুক্তরাষ্ট্রের আরকানসাসের এক সৌভাগ্যবান ব্যক্তি এখন রীতিমতো ‘লটারির লিভিং লেজেন্ড’। পুলাস্কি কাউন্টির বাসিন্দা ট্র্যাভিস ‘৫০,০০০ ফ্রেনজি’ নামের একটি স্ক্র্যাচ-অফ লটারি গেমে অংশ নেন। এটি একটি তাৎক্ষণিক পুরস্কারভিত্তিক লটারি গেম। এখানে টিকিট ঘষে সঙ্গে সঙ্গেই পুরস্কারের কথা জানা যায়। গেমটি পরিচালনা করে আরকানসাস স্কলারশিপ লটারি। এতে ২০ ডলারের টিকিট কিনে সর্বোচ্চ ৫০ হাজার ডলার জেতা যায়।
ট্র্যাভিস নামের ওই ব্যক্তি গত সপ্তাহে ওই অঙ্গরাজ্যের লিটল রকের চেনাল পার্কওয়েতে কুম অ্যান্ড গো নামের একটি দোকান থেকে ২০ ডলারে টিকিট কেনেন। টিকিট ঘষতেই দেখা গেল, তিনি জিতে গেছেন ৫০ হাজার ডলার।
চলতি মাসের শুরুতেও ট্র্যাভিস একই লটারি গেম থেকে ৫০ হাজার ডলার জিতেছিলেন। অর্থাৎ এক মাসের কম সময়ের ব্যবধানে একই ব্যক্তি একই লটারি গেমে দুবার একই পরিমাণ অর্থ জিতেছেন।
ট্রাভিস বলেন, “আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। মনে হচ্ছিল—এই টিকিটে আবারও জিতেছি, এটা কি সত্যি?”
তিনি জানান, এই দ্বিতীয় জয় তার জন্য আরও বিস্ময়ের কারণ, কারণ জুলাই মাসের শুরুতেও তিনি একই গেম থেকে ঠিক একই পরিমাণ অর্থ জিতেছিলেন।
ট্রাভিস মনে করেন, এই সৌভাগ্যের পেছনে রয়েছে তার সদ্য করা একটি ভালো কাজ। তিনি বলেন, “টিকিট কেনার আগে আমি এক অচেনা, বিপদে পড়া মানুষকে ১০০ ডলার সাহায্য করেছিলাম। মনে হচ্ছে, সেই ভালো কাজের ফলই পেয়েছি।”
তিনি জানান, এই পুরস্কারের অর্থ দিয়ে তিনি একটি গাড়ি কিনবেন এবং তার সৎ মেয়ের জন্য একটি ভালো মানের ভলিবল জুতার জোড়া কিনে দেবেন।
ট্র্যাভিসের এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই একে সৌভাগ্যের নিদর্শন হিসেবে দেখছেন।
সূত্র: ইউপিআই
বিডি প্রতিদিন/নাজিম