ভারতীয় জনতা পার্টির সভাপতির টেলিফোন নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
খালেদাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাকে যদি ফোন করে থাকে আপনি ফোন রেকর্ড প্রকাশ করুন। আসলে আপনার জন্মদিন ভুয়া, সার্টিফিকেট ভুয়া, টেলিফোন ভুয়া, সব ভুয়া।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
বেগম জিয়াকে উদ্দেশ্যে করে মতিয়া চৌধুরী বলেন, তালা খুলে দিলে আপনি যান না। আবার নিরাপত্তার জন্য জিডি করেন। ভারতের প্রধানমন্ত্রীকে আপনি দাওয়াত দিয়ে আসেন। কিন্তু তার সঙ্গে দেখা করেন না। বাংলার মানুষ নুন খায় না, ভাত খায়। আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব ভুয়া।
কৃষিমন্ত্রী বলেন, ভারতের বিজেপি নেতার টেলিফোন ভুয়া। ২৮টি মামলার আসামিকে দিয়ে কংগ্রেসম্যানদের নামে ভুয়া বিবৃতি দিয়েছেন। সেটাও ভুয়া প্রমাণিত হয়েছে। আপনার লাজলজ্জা বলতে কিছু নাই।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৫/আহমেদ