বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। আজ মঙ্গলবার সকালে এক বিবৃতিতে তিনি এই কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান অবৈধ সরকার অপসারণ করে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। শান্তিপূর্ণভাবে অবরোধ চালিয়ে যাওয়ার জন্য বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি, ২০১৫/ রশিদা