ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাবরিনা আলীর আদালত।
তেজগাঁও থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বর্তমানে ৫ দিনের রিমান্ডে আছেন আবদুস সালাম। মঙ্গলবার তাকে সিএমএম আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন জানায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ।