সন্ত্রাসের পথে হেঁটে আবার আরেকটি ভুল না করার জন্য বিএনপিকে আহ্বান জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, যথাসময়ে নির্বাচন হবে অপেক্ষা করুন। দলকে রক্ষা করতে হলে শেখ হাসিনার অধীনেই আপনাদের নির্বাচন করতে হবে। তিনি আরও বলেন, ৫ জানুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করার খেসারত এখনো দিচ্ছেন।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
মন্ত্রী বলেন, শান্তিপূর্ণ সমাবেশ করার সবার অথিকার আছে। আমরা কারো গণতন্ত্রিক অধিকার হরণ করিনি। বিএনপি আসলে সমাবেশের নামে নাশকতা করার ষড়যন্ত্র করছে। তাই বিএনপিকে অনুমতি দেওয়া হয়নি। সন্ত্রাস, নাশকতা ও গণতান্ত্রিক অধিকার একসঙ্গে হবে না।
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি, ২০১৫/ রশিদা