ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে কোনো ধরনের সংলাপে অাসতে চাইলে শর্ত হিসেবে বিএনপিকে সন্ত্রাস ও জঙ্গিবাদ ত্যাগের এবং যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক ছাড়ার 'লিখিত মুচলেকা' দিতে হবে। প্রধানমন্ত্রীর রাজনীতিবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বিএনপির সঙ্গে সংলাপ বিষয়ে আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনায় সভায় বক্তব্য দেওয়ার সময় এমন কথা বলেন।
এইচ টি ইমাম বলেন, “বিএনপির সঙ্গে আলোচনা বা সংলাপ নয়। আগে তাদের লিখিত দিতে হবে যে সন্ত্রাস, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। কেবল তবেই তাদের সঙ্গে আলোচনা হতে পারে।'
সরকার সংলাপ ডাকলে অবরোধ তুলে নেওয়া হবে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার এমন মতামত জানানোর দু'দিনের মধ্যে আজ এই শর্ত দেন এইচ টি ইমাম। দশম সংসদ নির্বাচন বয়কটের পর নির্দলীয় সরকারের অধীনে গত এক বছর ধরেই মধ্যবর্তী নির্বাচন চেয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
গত বছরের ৫ জানুয়ারির ওই নির্বাচনকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বিএনপির পক্ষ থেকে ভোট কারচুপির প্রমাণ হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমামের একটি বক্তব্য তুলে ধরে আসছেন।
৫ জানুয়ারির নির্বাচনের বছরপূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচিতে বাধা পেয়ে লাগাতার অবরোধ ডাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিক্ষিপ্ত ভাংচুর, বোমাবাজি, গাড়ি পোড়ানোর মধ্য দিয়ে সেই কর্মসূচি চলছে। বিএনপি দাবি করে এলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইমাম বলেন, মধ্যবর্তী নির্বাচন দেওয়া কিংবা না দেওয়া পুরোপুরি সরকারের ওপর নির্ভরশীল।
“এ নিয়ে আলোচনার সুযোগ নেই। তবে সংবিধানের আওতায় থেকে নির্বাচনী আইন ও নির্বাচন কমিশনকে শক্তিশালী করা নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে।” ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত ‘গণতন্ত্রের অগ্রযাত্রা ও সাফল্যের একবছর’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ইমাম।
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি ২০১৫/শরীফ