মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল মামলার শুনানি শুরুর জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে।
আগামীকাল বুধবার নতুন বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চে এ শুনানি শুরু হবে। বেঞ্চের অপর তিন বিচারক হচ্ছেন বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামিপক্ষে খন্দকার মাহবুব হোসেন নেতৃত্ব দেবেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রকাশিত আপিল বিভাগের বুধবারের কার্যতালিকার ৪ নম্বরে এ শুনানি রাখা হয়েছে। গত বছরের ৩ ডিসেম্বর শুনানি শুরুর এ দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগ।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ২০১৩ সালের ১১ আগস্ট আপিল বিভাগে আপিল করেন মুজাহিদ। জামায়াতের এই নেতার পক্ষে আপিল বিভাগে আপিল আবেদনটি করেন তার আইনজীবীরা। গত বছরের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ১১৫টি যুক্তি নিয়ে আপিল করেন মুজাহিদ। মূল আপিল ৯৫ পৃষ্ঠার, এর সঙ্গে ৩ হাজার ৮০০ পৃষ্ঠার ডকুমেন্ট দাখিল করা হয়। মুজাহিদকে নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালের সাজা বাতিল করে খালাস চেয়ে পুরো রায়ের বিরুদ্ধে এ আপিল করা হয়। ট্রাইব্যুনাল যেসব কারণে সাজা দিয়েছেন, তার আইনগত ও ঘটনাগত ভিত্তি নেই বলেও আপিলে দাবি করেন তিনি।
২০১৩ সালের ১৭ জুলাই একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল।
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি ২০১৫/শরীফ