বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি আহ্বান করা বিএনপি নেতৃত্বাধীন জোট। পরে বুধবার দুপুরে আরেক বিবৃতিতে ১২ ঘণ্টা কমিয়ে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
হরতালের সমর্থনে দেশের রাজধানীসহ সারা দেশের বিভিন্ন জেলায় বাস-ট্রাক ও পরিবহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিএনপি-জামায়াতের কর্মীরা। অন্যদিকে নাশকতা এড়াতে সারা দেশে বিএনপি-জামায়াত জোটের কয়েকশ’ নেতা-কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার পথে গুলশান-২ গোলচত্বর সংলগ্ন ৪৩ নম্বর রোডে রিয়াজ রহমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় তার গাড়িতে আগুনও দেওয়া হয়। বর্তমানে রিয়াজ রহমান আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার চিকিৎসক।
খালেদা জিয়া তার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৫/আহমেদ