রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের গুলশানের বাসায় বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের কূটনীতিকরা।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে কূটনীতিকরা তার বাসায় প্রবেশ করেন। আর সাড়ে ৯টার দিকে বেরিয়ে যান। জানা গেছে, ওই কূটনীতিক দলে ছিলেন ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, স্পেন, নরওয়ে ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত।
বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও অবসরপ্রাপ্ত এয়ার কমোডর শফিকুর রহমান।
গুলশানের নিজের কার্যালয়ে বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া অবরুদ্ধ থাকার মধ্যে কূটনীতিকদের ওই এলাকায় বিএনপি নেতার বাড়িতে দেখা গেল। তাদের আলোচনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব