বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, চারিদিকে মানুষ পুড়ে মরছে, পুলিশের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তাদেরকে মেরে আহত করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে যানবাহন এবং তার ভেতর জ্যান্ত মানুষ। ‘গণ’ পুড়িয়ে ‘তন্ত্র’ দিয়ে কী করবেন ম্যাডাম, গণশব্দের অর্থ মানুষ মানুষের জন্য যে তন্ত্র বা আইন, তার নামই গণতন্ত্র।
দেশব্যাপী বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল ও লাগাতার অবরোধের প্রতিবাদে বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।
গণতন্ত্রের রক্ষা আন্দোলনে আমরা আজ জর্জরিত বলেও মন্তব্য করেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
তিনি বলেন, বাংলাদেশ যেন অসম্ভবকে সম্ভব করেছে। আর এ অসম্ভবকে সম্ভব করেছে কে? এটা স্পষ্টভাবে প্রতিয়মান- রাষ্ট্রনায়ক শেখ হাসিনর শাসনামল রাজনৈতিক স্বাধীনতা বাংলাদেশের উন্নয়নের জন্য বড় সহায়ক ভূমিকা পালন করেছে। এটি সম্ভব হয়েছে রাষ্ট্রশান্তির রাজনৈতিক দর্শন আর বিশ্বশান্তির দর্শন জনগনের ক্ষমতায়ন।
সমাবেশ শেষে ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব