বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৬-১৭ মেয়াদে নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ বৃহস্পতিবার শেষ হয়েছে। আইনজীবী সমিতি মিলনায়তনে স্থাপিত ভোটকেন্দ্রের ৪৩টি বুথে বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে।
প্রধান নির্বাচন কমিশনার ও সিনিয়র আইনজীবী মো. হারুনুর রশীদ জানান, মোট ৫ হাজার ২৩ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৯২১ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে প্রথম দিনে ১ হাজার ৮৬৮ জন ও দ্বিতীয় দিনে ২ হাজার ৫৩ জন আইনজীবী ভোট দেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভোট গণনা শুরু হতে পারে। গণনা শেষে ফলাফল ঘোষণা করতে শুক্রবার সকাল নাগাদ সময় লাগতে পারে।
কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে মোট ৩২ জন প্রার্থী নির্বাচনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে, বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক (টানা তিনবার নির্বাচিত) ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুই প্যানেলের বাইরে সভাপতি পদে লড়ছেন ড. মো. ইউনুস আলী আকন্দ, সাধারণ সম্পাদক পদে খন্দকার মো. খুরশিদ আলম ও মো. আবুল কালাম আজাদ এবং সহ-সম্পাদক পদে ফেরদৌসী।
বিডি-প্রতিদিন/২৪ মার্চ ২০১৬/ এস আহমেদ